স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০১:২০ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কিউইদের প্রথম বিশ্বকাপ জয়

বিশ্বকাপের শিরোপা হাতে নিউজিল্যান্ড দল। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শিরোপা হাতে নিউজিল্যান্ড দল। ছবি : সংগৃহীত

দুবাইয়ে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস সৃষ্টি করেছে নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দল। নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছে কিউই নারীরা।

প্রাক-টুর্নামেন্ট ফর্মে খুব বেশি আশা করা না হলেও, আমেলিয়া কেরের ব্যাটিং ও বোলিংয়ের অসাধারণ পারফরম্যান্স নিউজিল্যান্ডকে শিরোপা এনে দেয়। প্রতিযোগিতার আগে শেষ ১৩টি ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জয় পেলেও, তারা সেমিফাইনাল ও ফাইনালে নিজেদের অসাধারণভাবে মেলে ধরেছে।

নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে, দক্ষিণ আফ্রিকার দল ২০ ওভারে ১২৬ রানেই থেমে যায়। লরা উলভার্ডটের দল রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও, কেরের দুর্দান্ত বোলিংয়ের সামনে এক পর্যায়ে দাঁড়াতে পারেনি। নিউজিল্যান্ড ৩২ রানে ম্যাচ জিতে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা নিজেদের ঘরে তোলে।

ম্যাচে ব্যাট হাতে ৪৩ রান করা আমেলিয়া কের বল হাতেও ছিলেন অসাধারণ, ৩ উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি। রোজমেরি মেয়ারও ৩ উইকেট নিয়ে তার দারুণ সঙ্গী হন। ম্যাচের শুরুতে সুজি বেটস ও জর্জিয়া প্লিমার কিছু আক্রমণাত্মক শট খেলেন, তবে দক্ষিণ আফ্রিকার খাকা ও কেপের বোলিংয়ে কিছুটা চাপে পড়ে তারা। কিন্তু কের ও ব্রুক হলিডে পরবর্তীতে স্কোরবোর্ড সচল রাখেন। হলিডের গুরুত্বপূর্ণ ৩৮ রানের ইনিংসটি ম্যাচে নিউজিল্যান্ডের পক্ষে বড় অবদান রাখে।

দক্ষিণ আফ্রিকার জন্য লরা উলভার্ডট ভালো শুরুর ইঙ্গিত দিলেও, ফ্রান জোনাস ও কেরের বোলিংয়ের সামনে এক পর্যায়ে দলটি বিপদে পড়ে। উলভার্ডট আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি কমে যায় এবং পরবর্তীতে একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়।

নিউজিল্যান্ডের ১৫৯ রানের জবাবে ১২৬ রানেই গুটিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা আবারও রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে বাধ্য হলো।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড ১৫৯/৫ (আমেলিয়া কের ৪৩, ব্রুক হলিডে ৩৮; ননকুলুলেকো এমলাবা ২-৩১)

দক্ষিণ আফ্রিকা ১২৬/৯ (লরা উলভার্ডট ৩৩; আমেলিয়া কের ৩-২৪, রোজমেরি মেয়ার ৩-২৫)

ফলাফল: নিউজিল্যান্ড ৩২ রানে জয়ী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের জন্য কবর খনন ব্যবসায়ীর

‘ওরা দেশে ফিরলে ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার’

২৬ লাখ টাকা খরচ করে করলেন আত্মহত্যার আয়োজন

ডিভিডেন্ড ও বোনাস নিয়ে ব্যাংক কর্মকর্তাদের হুঁশিয়ারি গভর্নরের

জরিপে উঠে এলো ডাকসু নির্বাচনে কার কত শতাংশ ভোট

এবার শিবির জিতলে দুই ক্যান্টিনে বিনামূল্যে খাবার দেওয়ার ঘোষণা বনি আমিনের

মাজার ভাঙা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন ফজলুর রহমান

এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

নাকে আঙুল দেওয়ার অভ্যাস আছে? যে বিপদের কথা বলছেন বিজ্ঞানীরা

লন্ডনে বিবিসিসিআইর সংবর্ধনা

১০

সাংবাদিক বুলুর মৃত্যুর ঘটনায় অধিকতর তদন্তের দাবি

১১

ভক্তদের কাছে সালমান শাহ আজও বিস্ময়, রহস্যঘেরা তারকা : অপূর্ব

১২

নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় হেফাজতে ইসলামের বিবৃতি

১৩

চবির প্রশাসনিক ভবনের নাম হয়ে গেল ‘জমিদার ভবন’

১৪

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার অভিযোগ, ১২ দলীয় জোটের বিবৃতি

১৫

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষ

১৬

এসএসসি পাসেই আকিজ গ্রুপে চাকরি, আবাসনসহ আছে একাধিক সুবিধা

১৭

রাজনৈতিক কার্যক্রমকে মব বলা যাবে না : উপদেষ্টা আসিফ

১৮

‘ছোট পরিসরেই সব হয়েছে’ কিসের ইঙ্গিত দিলেন তাশরীফ?

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত

২০
X