দ্বিতীয় দফায় ১০ আগস্ট থেকে চট্টগ্রামে ক্যাম্প শুরু করার কথা ছিল বাংলাদেশ টাইগার্সের। কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আজ থেকে ঢাকায় ৮ দিনের ক্যাম্প করবেন এনামুল হক বিজয়রা। এরপর পরিস্থিতির উন্নতি হলে আগামী ১৮ আগস্ট চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন তারা।
বুধবার (৯ আগস্ট) রাতে বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ক্যাম্প ১০ আগস্ট থেকে চট্টগ্রামে হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে সেখানে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় আমরা ঢাকায় সুযোগটা করে দিচ্ছি।
আপাতত এখানে কোচদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা। টাইগার্সের ক্যাম্পে থাকা বেশ কয়েকজন জাতীয় দলের ফিটনেস ক্যাম্পেও ছিলেন। এশিয়া কাপের দলে সুযোগ না মিললে তারাও যোগ দেবেন টাইগার্স ক্যাম্পে।
মন্তব্য করুন