বর্তমানে তিনি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। তার ব্যাটিং টেকনিক দেখে ক্রিকেট শিখছেন তরুণ সব ক্রিকেটার। বাইশগজে বিরাট কোহলি ভেঙেছেন একের পর এক রেকর্ড। কিন্তু পড়াশোনায় কেমন ছিলেন কোহলি? সেই তথ্যই এবার নেট দুনিয়ায় ভাইরাল হলো। সোশ্যাল মিডিয়ায় আগেই নিজের মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ছবি শেয়ার করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক। এবার নেট দুনিয়ায় সেই মার্কশিটের ছবি ফের ছড়িয়ে পড়েছে।
Had marks been the sole factor, the entire nation wouldn't be rallying behind him now. Passion and Dedication are the key. @imVkohli pic.twitter.com/aAmFxaghGf
— Jitin Yadav (@Jitin_IAS) August 9, 2023সেই ছবি ভারতের এক সরকারি কর্মকর্তা নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন। তিনি তরুণদের কোহলির কাছ থেকে তরুণদের উৎসাহ নিতে বলেন। পোস্টের ক্যাপশনে তিনি বলেন, ‘সংখ্যাই যদি সাফল্যের চাবিকাঠি হতো, তাহলে আজ সারা দেশ তাকে অনুসরণ করত না। সাফল্যের জন্য প্রয়োজন আবেগ এবং নিষ্ঠা।’
এর আগে নিজের টুইটারে দশম শ্রেণির মার্কশিট প্রকাশ করেছিলেন কোহলি। সিবিএসই বোর্ডের পরীক্ষা বেশ ভালো নম্বর পেয়েই পাস করেন তিনি। তবে মার্কশিটের সঙ্গে একটি অর্থবহ ক্যাপশন লিখেছিলেন কোহলি। তিনি লিখেছিলেন, ‘আমার মার্কশিটে যে বিষয়টার কোনো উল্লেখ নেই, সেটাই আমার চরিত্র গঠনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে। বেশ মজার ব্যাপার তাই না?’
মার্কশিটের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে কোহলি আরও লিখেন, লেট দেয়ার বি স্পোর্টস। স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও যেন সমান গুরুত্ব দেওয়া হয়, এমনটিই তার দাবি ছিল। নিমেষে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় তার সেই মার্কশিটের ছবি।
২০০৪ সালে দশম শ্রেণির পরীক্ষায় পাস করা কোহলি ইংরেজিতে সর্বোচ্চ ৮৩ পান। হিন্দিতেও ৭৫ নম্বর পান। তবে গণিত ও বিজ্ঞানে তেমন ভালো করতে পারেননি। ওই দুই বিষয়ে যথাক্রমে ৫১ ও ৫৫ পেয়েছিলেন তিনি।
মন্তব্য করুন