স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গিল-জয়সোয়ালের ব্যাটে ভারতের বড় জয়

গিল-জয়সোয়ালের রেকর্ড জুটি ভারতকে বড় জয় এনে দিয়েছে। ছবি : সংগৃহীত
গিল-জয়সোয়ালের রেকর্ড জুটি ভারতকে বড় জয় এনে দিয়েছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। ভারতের এই বড় জয়ের পুরো কৃতিত্ব ভারতের দুই ওপেনিং ব্যাটার শুভমন গিল ও যশস্বী জয়সোয়ালের।

প্রথমে ব্যাটিং করা ক্যারিবীয়দের ৮ উইকেটে ১৭৯ রানের লক্ষ্যে ব্যাটে নেমে গিল-জয়সোয়ালের উদ্বোধনী জুটিতেই আসে রেকর্ড ১৬৫ রান। রেকর্ড জুটিতে ভর করে এক উইকেট হারিয়ে ১৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থটিতে জিতে ২-২ সমতায় ফিরেছে হার্দিক পান্ডিয়ার দল।

এদিকে ব্যাটিং সহায়ক উইকেটে শনিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারে ভারতের স্পিনার অক্ষর পাটেলকে প্যাটেলকে একটি করে ছক্কা ও চার মেরে শুরু করেন কাইল মেয়ার্স। তবে ইনিংস বেশি দূর নিতে পারেননি তিনি। পরের ওভারে আর্শদিপ সিংকে একটি বাউন্ডারি মেরেই আউট হয়ে যান ৭ বলে ১৭ রান করা মেয়ার্স।

দুটি ছক্কা মেরে দারুণ কিছুর ইঙ্গিত দেন আরেক ওপেনার ব্র্যান্ডন কিং। ষষ্ঠ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ১ উইকেটে ৫৪। এরপরই ৮ বল আর ৩ রানের মধ্যে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ নিজের প্রথম ওভারে স্রেফ ২ রান দিয়ে তুলে নেন নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েলের গুরুত্বপূর্ণ উইকেট।

সেখান থেকে দলকে এগিয়ে নেন শাই হোপ ও শিমরন হেটমায়ার। পঞ্চম উইকেটে ৩৬ বলে ৪৯ রানের জুটি গড়েন দুজন।

২৯ বলে ৪৫ রান করে হোপ আউট হলে ক্যারিবীয়দের এগিয়ে নেন হেটমায়ার। শেষ ওভারে আউট হওয়ার আগে ৩৯ বলে ৬১ রানের ইনিংস খেলেন এ বাঁহাতি। ৩ চার ও ৪ ছয়ের ইনিংস। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৭৮ রানের পুঁজি গড়ে রোভম্যান পাওয়েলের দল।

১৭৯ রানের মোটামুটি বড় লক্ষ্য তাড়া করতে নেমে জয়সোয়াল ও গিলের ১৬৫ রানের রেকর্ড উদ্বোধনী জুটিতে জয়ের খুব কাছে চলে যায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটাই উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান। এর আগে ২০২১ সালে পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ১৫৮ রানের জুটি গড়েছিলেন। ক‍্যারিবীয়দের বিপক্ষে যেকোনো জুটিতে টি-টোয়েন্টিতে এটাই ভারতের সর্বোচ্চ।

৩ চার ৫ ছয়ে ৪৭ বলে ৭৭ রান করে গিল আউট হলেও ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন জয়সোয়াল। ১১ চার ও ৩ ছক্কায় ৫১ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন।

সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে সোমবার মাঠে নামবে দল দুটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা

র‌্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

নিঃশব্দে বিদায় নিলেন একসময়ের মিস ক্যালকাটা

‘এইচআইভি’তে আক্রান্ত দিশা পাটানির প্রেমিক ‘

আলোচিত পাশাতেই আস্থা ১১ দলীয় জোটের

তিন জেলায় শৈত্যপ্রবাহ, শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস  

উত্তরায় বাড়িতে আগুন, নিহত বেড়ে ৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি যুক্তরাষ্ট্রের

একচল্লিশে পা দিলেন সিদ্ধার্থ 

১০

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি ৮২ শিক্ষার্থী

১১

বিয়ের পিঁড়িতে ধানুশ-ম্রুণাল, গুজন নাকি সত্যি?

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট

১৩

উত্তরায় বহুতল ভবনে আগুন, নিহত ৩ জনের পরিচয় শনাক্ত

১৪

শোকজের জবাব না দিলে নাজমুলের বিরুদ্ধে যে ‘অ্যাকশন’ নেবে বিসিবি

১৫

পাবনা ১ ও ২ আসনে নির্বাচনের নতুন তপশিল ঘোষণা

১৬

যে ১৭৯টি আসনে লড়বে জামায়াত

১৭

আপিলেও টিকল না আনিসুল ইসলামের প্রার্থিতা

১৮

বিএনপি নির্বাচিত হলে জীবনমানের উন্নতি হবে : সেলিমুজ্জামান

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপ, ২ শ্রমিক নিহত

২০
X