যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। ভারতের এই বড় জয়ের পুরো কৃতিত্ব ভারতের দুই ওপেনিং ব্যাটার শুভমন গিল ও যশস্বী জয়সোয়ালের।
প্রথমে ব্যাটিং করা ক্যারিবীয়দের ৮ উইকেটে ১৭৯ রানের লক্ষ্যে ব্যাটে নেমে গিল-জয়সোয়ালের উদ্বোধনী জুটিতেই আসে রেকর্ড ১৬৫ রান। রেকর্ড জুটিতে ভর করে এক উইকেট হারিয়ে ১৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থটিতে জিতে ২-২ সমতায় ফিরেছে হার্দিক পান্ডিয়ার দল।
এদিকে ব্যাটিং সহায়ক উইকেটে শনিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারে ভারতের স্পিনার অক্ষর পাটেলকে প্যাটেলকে একটি করে ছক্কা ও চার মেরে শুরু করেন কাইল মেয়ার্স। তবে ইনিংস বেশি দূর নিতে পারেননি তিনি। পরের ওভারে আর্শদিপ সিংকে একটি বাউন্ডারি মেরেই আউট হয়ে যান ৭ বলে ১৭ রান করা মেয়ার্স।
দুটি ছক্কা মেরে দারুণ কিছুর ইঙ্গিত দেন আরেক ওপেনার ব্র্যান্ডন কিং। ষষ্ঠ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ১ উইকেটে ৫৪। এরপরই ৮ বল আর ৩ রানের মধ্যে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ নিজের প্রথম ওভারে স্রেফ ২ রান দিয়ে তুলে নেন নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েলের গুরুত্বপূর্ণ উইকেট।
সেখান থেকে দলকে এগিয়ে নেন শাই হোপ ও শিমরন হেটমায়ার। পঞ্চম উইকেটে ৩৬ বলে ৪৯ রানের জুটি গড়েন দুজন।
২৯ বলে ৪৫ রান করে হোপ আউট হলে ক্যারিবীয়দের এগিয়ে নেন হেটমায়ার। শেষ ওভারে আউট হওয়ার আগে ৩৯ বলে ৬১ রানের ইনিংস খেলেন এ বাঁহাতি। ৩ চার ও ৪ ছয়ের ইনিংস। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৭৮ রানের পুঁজি গড়ে রোভম্যান পাওয়েলের দল।
১৭৯ রানের মোটামুটি বড় লক্ষ্য তাড়া করতে নেমে জয়সোয়াল ও গিলের ১৬৫ রানের রেকর্ড উদ্বোধনী জুটিতে জয়ের খুব কাছে চলে যায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটাই উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান। এর আগে ২০২১ সালে পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ১৫৮ রানের জুটি গড়েছিলেন। ক্যারিবীয়দের বিপক্ষে যেকোনো জুটিতে টি-টোয়েন্টিতে এটাই ভারতের সর্বোচ্চ।
৩ চার ৫ ছয়ে ৪৭ বলে ৭৭ রান করে গিল আউট হলেও ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন জয়সোয়াল। ১১ চার ও ৩ ছক্কায় ৫১ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন।
সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে সোমবার মাঠে নামবে দল দুটি।
মন্তব্য করুন