স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রানবন্যার বিপিএলে বোলারদের কথা ভেবে বড় বাউন্ডারির দাবি তামিমের

ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার হাতে তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার হাতে তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ রানের ফুলঝুড়ি যেন থামছেই না। যে টুর্নামেন্টে একসময় ১৩০-১৪০ রানও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর হিসেবে ধরা হতো, সেখানে এখন ২০০ রান করেও জয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। বোলারদের জন্য চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠছে, আর তার অন্যতম কারণ ছোট বাউন্ডারি।

ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালও বিষয়টি স্বীকার করেছেন। গতকাল দুর্বার রাজশাহীর বিপক্ষে ৪৮ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবেই বললেন—বাউন্ডারি আরও বড় হওয়া উচিত।

এবারের বিপিএলে শুরু থেকেই রান উঠছে প্রচুর। ঢাকা পর্বে চট্টগ্রাম কিংসের করা ২১৯ রান ছিল মিরপুরের ইতিহাসে সর্বোচ্চ। এরপর সিলেট পর্বের প্রথম ম্যাচেই সিলেট স্ট্রাইকার্সের ২০৫ রানের বড় সংগ্রহ রংপুর রাইডার্স ৮ উইকেট হাতে রেখে তাড়া করে ফেলেছে! রাজশাহীর ১৬৮ রান বরিশালের বিপক্ষে মোটেও প্রতিদ্বন্দ্বিতার মতো হয়নি।

উইকেটের মান, ব্যাটারদের আগ্রাসী মনোভাব এবং ছোট বাউন্ডারির কারণেই বিপিএলে রানের উৎসব লেগে আছে। ম্যাচ শেষে তাই বোলারদের কথা ভেবে বাউন্ডারি বড় করার অনুরোধ করেছেন তামিম।

ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে তামিম বলেন, ‘মাঠ দারুণভাবে প্রস্তুত করা হয়েছে, তবে বাউন্ডারি আরও বড় হওয়া উচিত। যখন আপনার কাছে পর্যাপ্ত জায়গা রয়েছে, তখন ৫৮-৬০ মিটার বাউন্ডারি রাখার কোনো মানে নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সাধারণত বাউন্ডারি ৬৫-৭০ মিটার হয়, যা বোলারদের জন্য কিছুটা সুবিধা দেয়। এখনকার উইকেট ব্যাটারদের জন্য দারুণ, কিন্তু বোলারদের জন্য খুবই কঠিন।’

বরিশাল অধিনায়ক আরও বলেন, ‘কিউরেটরদের কৃতিত্ব দিতেই হবে, তারা দারুণ উইকেট তৈরি করেছে। কিন্তু যেহেতু মাঠে জায়গা আছে, তাই বাউন্ডারিও বড় করা উচিত। এই মুহূর্তে বোলারদের জন্য কোনো সুযোগই নেই। আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে।’

এখন পর্যন্ত বিপিএলে তিনটি ম্যাচ খেলেছে ফরচুন বরিশাল, যার মধ্যে দুটি ম্যাচেই জয় পেয়েছে তারা। আজ দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে তামিমের দল। রানের এই ফোয়ারার মাঝে তার দাবি কতটা গুরুত্ব পায়, সেটাই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন : রবিউল

আমি খালেদা জিয়ার একজন ভক্ত : উপদেষ্টা আসিফ নজরুল

চায়ের দোকানের জন্য বিএনপি নেতাকে হত্যা করে ‘শুটার মিশুক’!

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সংঘর্ষ

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয় : ইসি

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

১০

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১১

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

১২

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

১৩

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৪

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

১৫

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

১৬

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

১৭

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

১৮

প্রিয় মাতৃভূমির বদনখানি মলিন হতে দেব না : শিক্ষা সচিব

১৯

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 

২০
X