শ্রীলঙ্কা ও পাকিস্তানে ‘হাইব্রিড’ মডেলে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। আসন্ন এই প্রতিযোগিতার সম্প্রচারের দায়িত্ব পাওয়া স্টার স্পোর্টস ১৪ জনের ইংরেজি ধারাভাষ্যকারের তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশি ধারাভাষ্যকর আতহার আলী খানকে বাদ দিলেও সুযোগ পেয়েছেন আরেক ধারাভাষ্যকর শামীম আশরাফ চৌধুরী।
শনিবার (১৯ আগস্ট) এশিয়া কাপের ইংরেজি ধারাভাষ্যের জন্য ১৪ সদস্যের তালিকা প্রকাশ করেছে স্টার স্পোর্টস। ভারতীয় খেলাধুলাভিত্তিক টিভি চ্যানেলের তালিকা থেকে বাদ পড়েছেন নাম করা বাংলাদেশি ধারাভাষ্যকার আতহার আলী খান।
আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ‘ভয়েস অব বাংলাদেশ নামে পরিচিত আতহার আলী। সর্বশেষ ২০১০ সালে এশিয়া কাপে ধারাভাষ্যকর হিসেবে অনুপস্থিত ছিলেন এই বাংলাদেশি। এবার এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে না থাকছেন না জানিয়ে সংবাদমাধ্যমকে আতহার আলী বলেন, ‘এবার এশিয়া কাপের ধারাভাষ্যে আমি নেই। আসলে সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত এটি।’
আতহার আলী বাদ পড়লেও বাংলাদেশ থেকে ধারাভাষ্যে ডাক পেয়েছেন শামীম আশরাফ চৌধুরী। সর্বশেষ ২০১০ বিদেশের মাটিতে এশিয়া কাপের ধারাভাষ্য দিয়েছেন তিনি। দীর্ঘ এক যুগ পরে আবারও বিদেশের মাটিতে এশিয়া কাপের ধারাভাষ্য দিতে যাচ্ছেন শামীম। এবার নিয়ে তৃতীয়বারের মতো বিদেশের এশিয়া কাপে ধারাভাস্য দিবেন এই বাংলাদেশি।
বাংলাদেশের গ্রুপপর্বের দুটিসহ মোট পাঁচটি ম্যাচে ধারাভাষ্য দিবেন শামীম আশরাফ। তবে টাইগাররা প্রতিযোগিতার সুপার ফোরে উঠলে ফাইনালেও দেখা যেতে পারে তাকে। সদ্যই শেষ হওয়া শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপেও ধারাভাষ্য দিয়েছেন শামীম। আগামী ৩০ আগস্ট এশিয়া কাপে ধারাভাষ্য দিতে শ্রীলঙ্কায় যাবেন তিনি।
এশিয়া কাপের ধারাভাষ্যকর প্যানেল
শামীম আশরাফ চৌধুরী (বাংলাদেশ), রবি শাস্ত্রী (ভারত), গৌতম গম্ভীর (ভারত), দীপ দাসগুপ্ত (ভারত), সঞ্জয় মাঞ্জেরেকার (ভারত), ওয়াসিম আকরাম (পাকিস্তান), ওয়াকার ইউনিস (পাকিস্তান), আমির সোহেল (পাকিস্তান), বাজিদ খান (পাকিস্তান), রোশন অভয়সিঙ্গে (শ্রীলঙ্কা) মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা), অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে), ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া), ডোমিনিক কর্ক (ইংল্যান্ড)।
মন্তব্য করুন