স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে নিয়ে তামিমের নতুন পরামর্শ

সাকিবের ব্যাটিং পজিশন পরিবর্তনের পরামর্শ তামিমের। ছবি : সংগৃহীত
সাকিবের ব্যাটিং পজিশন পরিবর্তনের পরামর্শ তামিমের। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ধারাভাষ্যকার হিসেবে প্রথমবার দেখা যায় গত বছরের নিউজিল্যান্ড-বাংলাদেশ টেস্ট সিরিজে। সেই টেস্টে অভিষেকের পর এবার তামিম দেশের বাইরেও ধারাভাষ্যকার হিসেবে নাম লেখালেন। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্টার স্পোর্টসের বিশ্লেষণী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ধারাভাষ্যকক্ষেও যোগ দিয়েছেন তামিম। ধারাভাষ্যের সময় বিশ্লেষণ করতে গিয়ে তিনি গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দেন, যা ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

সিরিজের প্রথম টেস্টে তামিম ইকবাল পরামর্শ দেন, বর্তমান পারফরম্যান্স বিবেচনায় সাকিব আল হাসানকে নিচে ব্যাটিং করানো উচিত এবং মেহেদী হাসান মিরাজকে তার জায়গায় শীর্ষ পাঁচে সুযোগ দেওয়া উচিত। তামিম বলেন, মিরাজ সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করছেন, পেস ও স্পিন উভয় বলেই ভালো খেলছেন। অন্যদিকে, সাকিব ইদানীং ব্যাট হাতে নিজের সেরা ফর্মে নেই।

এই ঘটনার প্রেক্ষিতে তামিম ও ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলের মধ্যে একটি আলোচনা হয়। ভোগলে বলেন, মিরাজ গত কয়েক বছরে ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই অসাধারণ উন্নতি করেছেন। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজে মিরাজের অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স এবং মিরাজ নিজেও সাকিবের মতো দলে দ্বৈত ভূমিকা পালনের ইচ্ছা প্রকাশ করেছেন। এই প্রসঙ্গেই ভোগলে জানতে চান, মিরাজ কি সাকিবের মতো চাপের মধ্যেও শীর্ষ অর্ডারে ব্যাটিং করার জন্য প্রস্তুত কিনা।

তামিম কিছুটা চিন্তা করে জানান, মিরাজ এখন ব্যাট হাতে বেশ আত্মবিশ্বাসী। তিনি বললেন, ‘মিরাজ শুধু পেস বল নয়, স্পিনের বিপক্ষেও দারুণ খেলছে। তার সাম্প্রতিক পারফরম্যান্সে স্পষ্ট, সে শীর্ষ পাঁচে ব্যাট করতে প্রস্তুত। অন্যদিকে, সাকিব গত কিছু ম্যাচে ব্যাটিংয়ে সংগ্রাম করছে। তাই টিম ম্যানেজমেন্ট মিরাজকে সাকিবের জায়গায় উপরের অর্ডারে তুলে পরীক্ষা করতে পারে।’

পরিসংখ্যানও এই সিদ্ধান্তকে সমর্থন করে। গত এক বছরে টেস্টে মেহেদি মিরাজের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। তিনি বাংলাদেশের হয়ে সর্বাধিক ৩৮০ রান করেছেন, যার গড় ৪৭.৫০, এবং ৪টি অর্ধশতকও করেছেন। অন্যদিকে, সাকিব আল হাসান গত ৫ ইনিংসে মাত্র ৮৯ রান করতে পেরেছেন, তার গড় ছিল ২২.২৫। পাকিস্তানের বিপক্ষে ৩ ইনিংসে সাকিবের সংগ্রহ ছিল মাত্র ৩৮ রান। এসব বিবেচনায় টিম ম্যানেজমেন্ট মিরাজকে উপরের অর্ডারে তুলে আনার সিদ্ধান্ত নিতে পারে।

তামিমের এই বক্তব্যে স্পষ্ট যে, তিনি দলে মিরাজের ব্যাটিং ভূমিকা আরও গুরুত্বপূর্ণ অবস্থায় দেখতে চান এবং টিম ম্যানেজমেন্টকে সাকিবের পরিবর্তে মিরাজকে সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৮১ সরকারি কলেজ স্থান পেল ‘এ’ ক্যাটাগরিতে

স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

১০

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

১১

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

১২

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১৩

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১৪

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৫

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১৬

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৭

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৮

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১৯

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

২০
X