পাকিস্তানের ক্রিকেটার হাসান আলির পাশে দাঁড়ালেন ওয়ানডে ও টি-টোয়েন্টি সহঅধিনায়ক শাদাব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসানের ভাষা নিয়ে মস্করা শুরু হওয়ায় পাল্টা জবাব দিয়েছেন শাদাব।
বন্ধু ও সতীর্থর পাশে দাঁড়াতে ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ তারকা লিওনেল মেসির তুলনা টানলেন শাদাব খান। সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টকে কেন্দ্র করে শাদাবের জাতীয় দলের সতীর্থ হাসান আলী মস্করার শিকার হচ্ছিলেন। হাসান আলী ইংরেজির বদলে হিন্দিতে কেন লিখছেন এটাই ছিল মস্করাকারীদের আপত্তি। শেষ পর্যন্ত বন্ধু তথা সতীর্থের হয়ে মাঠে নামলেন শাদাব।
সোশ্যাল মিডিয়ায় এক্সে (টুইটার) নিজের কিছু ছবি পোস্ট করে শাদাব লিখেছিলেন, ‘মডেল হিসেবে কি আরও উন্নতি করেছি? সতীর্থদের কাছ থেকে শিখছি।’ এই পোস্টে মন্তব্য করেন হাসান। ইংরেজি হরফে হিন্দি ভাষায় তিনি লেখেন, ‘আমার বন্ধুর ছবি দেখে খুব আনন্দ হচ্ছে। মাশাআল্লাহ...কারও নজর না লাগুক।’
হাসানের এই হিন্দিতে মন্তব্য নিয়ে শুরু হয় মশকরা। অনেকে মজা করে বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত ক্রিকেটারদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা। কারণ তারা আন্তর্জাতিক পর্যায়ে খেলছেন। বিষয়টি নজর এড়ায়নি শাদাব খানের।
সতীর্থের পাশে দাঁড়িয়ে তিনি নিন্দুকদের মুখের ওপর জবাব দিয়ে দেন। আরেকটি টুইটে ইংরেজি ফন্টে হিন্দি ভাষায় তিনি লেখেন, ‘মেসি ইংরেজিতে কথা না বললেও চলবে। বিদেশি ক্রিকেটাররা অদ্ভুত ইংরেজিতে কথা বললেও চলবে। কিন্তু আমরা নিজেদের ভাষায় কথা বলতে পারব না! আসলে আমরা অভিনয় করতে পারি না। নিজেদের সংস্কৃতি নিয়ে আমাদের গর্ব করা উচিত। আমরা অন্যদের খুশিতেও খুশি থাকি।’
মন্তব্য করুন