আঙুলের ইনজুরির কারণে ছয় সপ্তাহের জন্য ক্রিকেট থেকে ছিটকে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেই চোট কাটিয়ে আবারো অনুশীলনে ফিরেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। আগে ফিটনেস নিয়ে কাজ করলেও এই প্রথম বোলিং অনুশীলন করেন তিনি। ফলে প্রায় চার সপ্তাহ পর বোলিং করলেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। ইনজুরি কাটিয়ে বোলিংয়ে ফিরে আসার কৌশল দেখিয়ে দেন সাবেক লঙ্কান এই স্পিনার। যদিও এখনো ব্যাট হাতে অনুশীলনে ফেরার সময় হয়নি সাকিবের। এর আগে আজ বৃহস্পতিবার দিনের শুরুতে মিরপুর একাডেমি মাঠে রানিং অনুশীলন করেন তিনি। আঙুলের চোটের কারণে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে নেই সাকিব। তবে ওয়ানডে সিরিজে ফেরার সম্ভাবনা আছে তার। উল্লেখ্য, গত ১২ মে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আঙুলের ইনজুরিতে পড়েছিলেন সাকিব। সেই ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে আরও দুই সপ্তাহের মতো লাগতে পারে। তাই আপাতত বোলিং অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হচ্ছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।
মন্তব্য করুন