স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

উমর গুল। ছবি : সংগৃহীত
উমর গুল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা পেসার উমর গুল। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সঙ্গে তার আলোচনা চলছে বলে নিজেই নিশ্চিত করেছেন গুল। কোচ হিসেবে দারুণ একটি রেজ্যুমে গড়ে তোলা গুল এখন বিসিবির ‘প্রথম সারির পছন্দ’ হিসেবেই বিবেচিত হচ্ছেন।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে উমর গুল বলেন, ‘আলোচনা চলছে, তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। সব কিছু নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্ত ও পারস্পরিক শর্তাবলীর ওপর।’

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো গুল ইতোমধ্যেই কোচ হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। পাকিস্তানের হয়ে ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে এবং ৬০টি টি-টোয়েন্টি খেলা এই ডানহাতি পেসার কোচ হিসেবে কাজ করেছেন পাকিস্তান সুপার লিগের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, আফগানিস্তান জাতীয় দল এবং সর্বশেষ পাকিস্তান দলের পেস বোলিং কোচ হিসেবে।

অন্যদিকে, বিসিবি বর্তমানে নতুন পেস কোচ খুঁজছে কারণ বর্তমান কোচ অ্যান্ড্রে অ্যাডামসের ওপর বোর্ড ও দলের সন্তুষ্টি নেই। দুই বছরের চুক্তি থাকলেও (ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত), তার মেয়াদ পূর্ণ হওয়ার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত দিয়েছে বিসিবি।

এক সিনিয়র বোর্ড কর্মকর্তা জানান, ‘জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ পর্যন্ত অ্যাডামস দায়িত্বে থাকবেন। তবে এরপর তার থাকা নিয়ে বোর্ডে সন্দেহ রয়েছে।’

উমর গুল ছাড়াও অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট, এবং বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও ওটিস গিবসনের নামও আলোচনায় রয়েছে।

এদিকে, ফিল সিমন্সকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখার সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত করেছে বিসিবি। পাশাপাশি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনের পুনঃনিয়োগও মৌখিকভাবে চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

বোর্ডের এক সদস্য বলেন, ‘সালাহউদ্দিন ভাইয়ের সঙ্গে মৌখিক সমঝোতা হয়েছে। বোর্ড সভায় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত কারণে ঘোষণা পিছিয়ে গেছে।’

সালাহউদ্দিন এর আগেও জাতীয় দলে সিনিয়র সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগামী সিরিজগুলোতে তাঁকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে 

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

১০

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

১১

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

১২

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

১৩

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১৪

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

১৫

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১৬

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১৭

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১৮

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১৯

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

২০
X