স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে টাইগারদের দাপট, বৃষ্টির আগেই বাংলাদেশ নিয়ন্ত্রণে ম্যাচ!

৭৬* রানে ব্যাটিং করছেন মিরাজ। ছবি : সংগৃহীত
৭৬* রানে ব্যাটিং করছেন মিরাজ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আকাশ আজ বৃষ্টিমুখর হলেও মাঠে ঝড় তুলেছে বাংলাদেশের ব্যাটিং। তৃতীয় দিনের প্রথম সেশনে মাত্র একটি উইকেট হারিয়ে ১১৩ রান তুলে নিয়েছে টাইগাররা। যার পুরো কৃতিত্ব অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দুই মিনিট আগেই লাঞ্চ ঘোষণা করা হলেও, সেশনটিতে বাংলাদেশ একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে—এমনটা বলতেই হয়।

৪০৪ রানে পৌঁছে যাওয়া বাংলাদেশের লিড এখন ১৭৭ রান। আর সেটা এসেছে স্পিনবান্ধব উইকেটে—যেখানে আগেই দেখা গেছে টাইগার স্পিনারদের বিষধর ছোবল। এমন উইকেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের জন্য এটা যে এক পাহাড়সম চ্যালেঞ্জ, তা বলাই বাহুল্য।

সিলেটে না হলেও চট্টগ্রামেও আবার প্রমাণ দিলেন মেহেদী হাসান মিরাজ—দল যখন বিপদে, তিনি তখনো রক্ষা করেন মাথা ঠান্ডা রেখে। ৭৬ রানে অপরাজিত থেকে লাঞ্চে গেছেন, দুর্দান্ত নিয়ন্ত্রিত ইনিংস। আর তার সঙ্গী টেইলএন্ডার তানজিম হাসান সাকিব, ২৯ রানে অপরাজিত, যিনি শেষদিকে কার্যকরভাবে জুটি গড়েছেন।

৯ম উইকেটে এই জুটি ৫০ রানের পার্টনারশিপ গড়েছে মাত্র ৭৯ বলে, যা ভেঙে দিয়েছে জিম্বাবুয়ের মনোবল।

মাঠে জিম্বাবুয়েকে আজ মনে হয়েছে ক্লান্ত, হতাশ এক দল। তারা যেন শুধুই অপেক্ষা করছিল—‘কিছু একটা ঘটুক’। কিন্তু বাংলাদেশ ঠিক বুঝে নিয়েছে যে কিছু ঘটানোর দায়িত্ব তাদেরই। বল হাতে কেউই তেমন প্রভাব বিস্তার করতে পারেননি, তবে স্পিনার মাসেকেসা চারটি উইকেট নিয়ে কিছুটা সান্ত্বনা খুঁজে নিতে পারেন।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২২৭

বাংলাদেশ ১ম ইনিংসে: ৪০৪/৮ (মিরাজ ৭৬*, তানজিম ২৯*)

লিড: ১৭৭ রান

বৃষ্টি হয়তো সেশন শেষ করেছে একটু আগেভাগেই, কিন্তু টাইগারদের আধিপত্যে কোনো ছেদ পড়েনি। উইকেটে এখনো টার্ন আছে, বল নিচু হয়ে আসছে—যার পূর্ণ ফায়দা নিতে মুখিয়ে থাকবেন তাইজুল, মিরাজরা।

যদি আবহাওয়া সহায় থাকে, তবে এই ম্যাচ শেষ হতে খুব একটা সময় লাগবে না—এমনটাই ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের আগ্রাসী শরীরীভাষা।

চট্টগ্রামের আকাশ যতই মেঘাচ্ছন্ন হোক না কেন, ম্যাচে এখন রোদের মতো জ্বলছে বাংলাদেশের নিয়ন্ত্রণ। জিম্বাবুয়ের সামনে এখন শুধুই একটাই রাস্তা—অবিশ্বাস্য কিছু করে ম্যাচে ফেরার চেষ্টা। না হলে এই টেস্ট গড়াবে একতরফা পরিণতির দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিলভার সেলিম

মানুষের জীবনমানের উন্নয়নই আমার রাজনীতির লক্ষ্য : মির্জা ফখরুল

খালেদা জিয়া সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন : ডা. জাহিদ

তিন ঘণ্টা ছিলেন দলীয় কার্যালয়ে / রিজভীর নেতৃত্বে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাল বিএনপি

বিএইউএস-নিকডু’র উদ্যোগে লাইভ অপারেটিভ ল্যাপারোস্কোপিক সার্জারি কর্মশালা

বিএনপির রাজনীতি হবে জনগণের সেবা ও জবাবদিহিমূলক : রবিউল আলম

স্থগিত হলো প্রাথমিকের আরও এক নিয়োগ পরীক্ষা

‘এ নির্বাচন করা আমার জন্য নয়, তোমাদের সবার জন্য’

কনকনে শীতের রাতে রাস্তায় ভাইয়ের উষ্ণতা হয়ে উঠল বড় বোন

আমি কোনো অন্যায় করতে পারবো না, জুনায়েদ সাকিকে রিটার্নিং কর্মকর্তা

১০

১০ ভরি স্বর্ণসহ যত সম্পদ জামায়াত আমিরের

১১

রাতে এভারকেয়ারে গেলেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা

১২

তুলির আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র জমা

১৩

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১৪

অধিনায়ক পাল্টালেও হার এড়াতে পারল না নোয়াখালী

১৫

জকসু নির্বাচন / নিজ কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা : নির্বাচন কমিশন

১৬

শাহবাগে পিস্তলসহ আটক যুবক যমুনা এলাকায় মেজর পরিচয় দিয়েও আটক হয়েছিলেন

১৭

পথচারীদের শীত নিবারণে গাছের গুড়ি জ্বালালেন স্থানীয়রা

১৮

কুয়াশা-তাপমাত্রা নিয়ে ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

১৯

পলাতক আ.লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ধরা

২০
X