স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শেষ বিকেলে উইকেট হারানোর আক্ষেপ সাদমানের

সাদমান ইসলাম। ছবি : সংগৃহীত
সাদমান ইসলাম। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশের হয়ে শুরু হয়েছিল দারুণভাবে। দীর্ঘদিন পর ওপেনিংয়ে ফিরেই জ্বলে উঠলেন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। দুজনের ব্যাটে এল ৩৩ ইনিংস পর প্রথম শতরানের ওপেনিং জুটি। কিন্তু বিকেলের সেশনে সব যেন বদলে গেল।

দিনের শেষটা শেষ পর্যন্ত দাঁড়াল ২৭৯ রানে ৭ উইকেট, যেখানে বাংলাদেশের লিড মাত্র ৬৪ রান। উইকেটে রয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সেঞ্চুরিয়ান সাদমান খোলাখুলিই বললেন, ‘আমরা ভালো অবস্থানে ছিলাম, কিন্তু হঠাৎই ধস নামল। চাইনি এতগুলো উইকেট পড়ুক। অন্তত তিনটা উইকেট বেশি পড়েছে, নাহলে এখনই হয়তো ১০০ রানের লিড পেয়ে যেতাম।’

সাদমান একাই লড়েছেন সামনে থেকে। ১২০ রানের দুর্দান্ত ইনিংসে তুলে নিলেন নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। আর এনামুল হক ৩৯ রান করে আউট হলেও, তার ইনিংসটিকে প্রশংসায় ভাসিয়েছেন সাদমান।

‘ও (এনামুল) অনেক অভিজ্ঞ ব্যাটার। দীর্ঘদিন পর ফিরেই এমন ভালো সূচনা দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে একটু তাড়াতাড়িই আউট হয়ে গেছে,’ বললেন সাদমান।

একপর্যায়ে স্কোর ছিল ১১৮ রানে কোনো উইকেট না হারিয়ে। কিন্তু এরপরই শুরু হয় ভাঙন। নতুন এক নাম—ভিনসেন্ট মাসাকেসা, ২২ বছর বয়সী জিম্বাবুইয়ান লেগ স্পিনার, তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। সঙ্গে রান আউট হয়ে যান মুশফিকুর রহিম, উইকেট ছুঁড়ে দেন ওয়েসলি মাধেভেরে।

তবে সাদমান আশাবাদী, এখনও লড়াই শেষ হয়নি। ‘মিরাজ ও তাইজুল ভাই আছেন। ওরা যদি কাল কিছু রান যোগ করতে পারে, তাহলে লিডটা ১০০-র কাছে নিয়ে যাওয়া সম্ভব।’

জিম্বাবুয়ের তরুণ স্পিনার মাসেকেসা নিজেও আত্মবিশ্বাসী। অভিষেকেই ৩ উইকেট পাওয়া এই স্পিনার বললেন, ‘বাংলাদেশ ভালো খেলছে, তবে আমরাও ম্যাচে আছি। উইকেট ধীরে ধীরে স্পিনারদের সহায়তা করছে।’

নিজের আদর্শ হিসেবে তিনি উল্লেখ করেন শেন ওয়ার্ন, গ্রায়েম ক্রেমার, আদিল রশিদ, চাহাল, জাম্পা এবং বাংলাদেশের রিশাদ হোসেনকে।

চট্টগ্রামের উইকেট দিনে দিনে স্পিনারদের অনুকূলে হলেও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে শেষ দিকের রানগুলো। কারণ এই মুহূর্তে ম্যাচ এখনও ঝুঁকির মধ্যেই রয়েছে—একদিকে বাংলাদেশের লিড, অন্যদিকে জিম্বাবুয়ের নবীনদের লড়াই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুঁকতে থাকা রিয়ালের জন্য নতুন দুঃশ্চিন্তা

ফের বিয়ের পিঁড়িতে কণ্ঠশিল্পী পূজা, পাত্র কে? 

হাদিসে যে ১০ বিষয়কে কেয়ামতের বড় আলামত বলা হয়েছে

জুলাই হত্যা মামলা থেকে বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীনকে অব্যাহতি

মাছ চাষে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগে অধ্যাপক মামুনের সাফল্য

টাকার সঙ্গে ঘুষ নিলেন হাঁস

ইসলামের লেবাস পরে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল : ড. কাইয়ুম

চসিক কার্যালয় পরিদর্শনে চীনের উহু সিটির মেয়র

রুপাজয়ী খই খইয়ের স্বপ্ন এখন অলিম্পিক

বিতর্কিত মন্তব্য, ভারতকে হুঁশিয়ারি সিন্ধুর মুখ্যমন্ত্রীর

১০

স্মৃতি মান্ধানার হবু বর পলাশ মুচ্ছালকে ঘিরে নতুন বিতর্ক

১১

২৯ নভেম্বর মক ভোট : ইসি সচিব

১২

মেট্রোরেলের ভাড়া কার্ডে প্রথম দিনই অনলাইন রিচার্জে বাধা 

১৩

চট্টগ্রাম বন্দর নিয়ে রিটকারীর পেছনে ‘ভোমা বিড়াল’ : অ্যাটর্নি জেনারেল

১৪

ইএমই কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

১৫

রাস্তার পাশে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

১৬

টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার অলরাউন্ডারের বিরল কীর্তি

১৭

নামের জটিলতা কাটিয়ে শুরু হচ্ছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ

১৮

একসঙ্গে জন্ম নেওয়া সেই পাঁচ শিশু হাসপাতালে ভর্তি

১৯

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন

২০
X