স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৭:০০ পিএম
আপডেট : ১১ মে ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে পিএসএল আয়োজন করতে বললেন সাবেক পাক ক্রিকেটার

পিএসএল ট্রফি। ছবি : সংগৃহীত
পিএসএল ট্রফি। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। যুদ্ধাবস্থার শঙ্কায় একযোগে স্থগিত হয়ে গেছে উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় দুটি টি-টোয়েন্টি লিগ—আইপিএল ও পিএসএল। রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা উদ্বেগে যখন পিএসএলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, তখনই চমকপ্রদ এক পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী—দুবাই নয়, এমন সংকটকালে পিএসএলের ম্যাচ হোক বাংলাদেশে!

গত ৮ মে রাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়ামের পাশে ভারতীয় ড্রোন হামলার ঘটনায় পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের খেলা শুরুর আগেই বাতিল হয়ে যায়। নিরাপত্তা শঙ্কা এতটাই তীব্র হয়ে ওঠে যে, পরদিন পুরো পিএসএলই স্থগিত ঘোষণা করে পিসিবি।

এদিকে আইপিএলেও পড়ে এর প্রভাব। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ শুরুর পরেও বাতিল করে বিসিসিআই। এরপর পুরো আইপিএলই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়।

পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, এখনও ম্যাচ আয়োজনের মতো পরিবেশ পুরোপুরি তৈরি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবুও সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে—বিদেশি খেলোয়াড়দের দুবাইয়ে ও স্থানীয়দের পাকিস্তানে প্রস্তুত রাখতে।

ঠিক এমন সময়ই সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী ইউটিউবে প্রকাশিত এক ভিডিও বার্তায় পিসিবিকে অনুরোধ জানিয়েছেন, ভবিষ্যতে এমন যেকোনো সংকটময় পরিস্থিতিতে পিএসএলের ম্যাচগুলো বাংলাদেশে আয়োজন করতে। তার মতে, ‘বাংলাদেশে ক্রিকেট শুধু খেলা নয়, একপ্রকার আবেগ। এখানকার দর্শকেরা ঘরোয়া ক্লাব ক্রিকেটেও যেভাবে মাঠে ভিড় করেন, তা অনেক দেশের আন্তর্জাতিক ম্যাচেও দেখা যায় না।’

তিনি আরও বলেন, ‘যদি নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে ম্যাচ আয়োজন সম্ভব না হয়, তবে দয়া করে বাংলাদেশকে ভেবে দেখুন। ওখানে স্টেডিয়াম সবসময় দর্শকে ভরা থাকে।’

পিএসএলের চলতি আসরে বাকি রয়েছে মোট ৮টি ম্যাচ—৪টি লিগ পর্বের, ৩টি প্লে-অফের এবং ফাইনাল। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে। ৯ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১৩। করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেডও আছে পয়েন্ট তালিকার শীর্ষে।

এবারের আসরে তিন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেয়েছেন। ইনজুরির কারণে লিটন দাস টুর্নামেন্টের শুরুতেই দেশে ফিরেছেন। তবে লাহোর কালান্দার্সের হয়ে ৫টি ম্যাচে দারুণ পারফর্ম করেছেন লেগস্পিনার রিশাদ হোসেন। পেশোয়ার জালমির স্কোয়াডে থাকলেও নাহিদ রানা ম্যাচ খেলার সুযোগ পাননি।

পিএসএলের বাকি অংশ কবে মাঠে গড়াবে, বা আদৌ গড়াবে কি না—তা এখন পুরোপুরি নির্ভর করছে ভারত-পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তুতির ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

শুটিং ফ্লোরে বাড়তি খরচ নিয়ে যা বললেন ভিকি-কৃতি

উত্তেজনার মধ্যে ইয়েমেনের এক বিমানবন্দর বন্ধ

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের শিক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু

সাতসকালে ঝরল ২ প্রাণ

শীতে বিপর্যস্ত জনজীবন

স্থানীয়দের হামলায় বাকৃবির ৫ শিক্ষার্থী আহত

১০

সৌদিতে কঠোর অভিযান, ১১৬ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

১১

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১২

গাড়ি-বাড়ি নেই আখতারের, নগদ আছে যত টাকা

১৩

মরদেহের সঙ্গে মিলল অতিরিক্ত একটি পা, যা জানা গেল

১৪

শীতের মধ্যেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

১৫

খালেদা জিয়ায় জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

১৬

আজ টানা ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

১৭

১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম

১৮

মর্টার শেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৯

২ শতাধিক অভিবাসী নিয়ে নৌকাডুবি, ৭ জনের মৃত্যু

২০
X