ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর দিন সকাল থেকেই শঙ্কা ছিল সময়মতো খেলা মাঠে গড়ানোর। কিন্তু বৃষ্টির শঙ্কা থাকা সত্ত্বেও নির্ধারিত সময়েই মাঠে গড়ায় দু’দলের মহারণ।
শনিবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
বৃষ্টির আগে ৪ ওভার ২ বলে বিনা উইকেটে ১৫ রান সংগ্রহ করেছে ভারত। অধিনায়ক রোহিত ১১ রানে এবং গিল এখন পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি।
ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর আগের দিন একাদশ ঘোষণা করে চমক দেখিয়েছিল পাকিস্তান। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের একদিন আগেই নেপালের বিপক্ষেও একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান। ভারতের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে পাকিস্তান।
অন্যদিকে, ইনজুরি পর ভারতের একাদশে ফিরেছেন টপঅর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। তবে দল থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ শামি। তার জায়গায় একাদশে এসেছেন মোহাম্মদ সিরাজ।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কূলদ্বীপ যাদব, শার্দুল ঠাকুর, যসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।
মন্তব্য করুন