গত ১৭টি আন্তর্জাতিক ইনিংসে একটিও অর্ধশতক নেই। ফর্মহীনতার অন্ধকারে ডুবে থাকা লিটন দাসকে অধিনায়ক করেই বাংলাদেশের টি-টোয়েন্টি দল। এমন অবস্থায়ও লিটনের ওপর পূর্ণ আস্থা রাখছেন প্রধান কোচ ফিল সিমন্স। রোববার (১৩ জুলাই) ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তনের প্রত্যাশা করছেন তিনি।
প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬ রান করেই ফিরেছেন লিটন। এর আগে প্রথম ওয়ানডেতে মেরেছিলেন ডাক। সবশেষ সীমিত ওভারের আন্তর্জাতিক ফিফটি এসেছে এক বছর আগে, ২০২৪ সালের জুনে। কিন্তু এরপরও হাল ছাড়ছেন না কোচ, ‘আমি মনে করি ওর আত্মবিশ্বাস একটু কমে গেছে। তবে আমরা জানি সে কী করতে পারে। আমরা ওকে সেই অবস্থানে ফেরাতে কঠোর পরিশ্রম করছি। আশা করছি, আগামী ম্যাচেই ও নিজেকে ফিরে পাবে।’
প্রথম ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি উইকেটকিপার ব্যাটার জাকের আলী। কোচ জানিয়েছেন, তার খেলার সম্ভাব্যতা ম্যাচের আগ মুহূর্তে বোঝা যাবে। ‘ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের আগে চোটে পড়ে জাকার। আমরা আজ রাতের মধ্যে ওর অবস্থা পর্যবেক্ষণ করব। কাল সকালে সিদ্ধান্ত নেব,’ বলেন সিমন্স।
জাকেরের জায়গায় প্রথম ম্যাচে দলে ছিলেন চারজন ওপেনার। এ নিয়ে প্রশ্ন উঠলেও সিমন্স জানালেন, পরিস্থিতি বিবেচনা করেই সে সিদ্ধান্ত, ‘জাকের ইনজুরড ছিল। কাকে খেলাব? কোনো বোলারকে? বাস্তব হতে হবে। একজন ব্যাটার খেলানো ছাড়া উপায় ছিল না। এই ফরম্যাটে খাপ খাওয়ানোটা গুরুত্বপূর্ণ। ওপেনাররাও মাঝের ওভারগুলোয় খেলতে পারে।’
প্রথম ম্যাচে সাত উইকেটে হারের পর বাংলাদেশ দলের লক্ষ্য এবার স্পষ্ট- শুরুতেই ভালো ব্যাটিং ও বোলিং। সিমন্স বলেন, ‘আমরা আগের ম্যাচে যেসব জায়গায় পিছিয়ে গেছি, সেগুলো উন্নত করাই এখন মূল লক্ষ্য। প্রথম ৬ ওভারে বোলিং আরও ভালো করতে হবে। ব্যাটিংও আরও উন্নত হতে হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক হতে হলে কিছু জায়গায় মান উন্নয়ন দরকার।’
মন্তব্য করুন