স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মিরাজ-শান্তর শতকে বাংলাদেশের রানের পাহাড়

শান্ত-মিরাজের ১৯৪ রানের জুটিতে বড় সংগ্রহ বাংলাদেশের। ছবি : সংগৃহীত
শান্ত-মিরাজের ১৯৪ রানের জুটিতে বড় সংগ্রহ বাংলাদেশের। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৩৩৫ রানের বড় লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর শতকে পাঁচ উইকেটে ৩৩৪ রান করে টাইগাররা।

অধিনায়ক তামিম ইকবাল একবার বলেছিলেন, দলের হার নিশ্চিত ভেবে সবাই যখন হাল ছেড়ে দেয়, তখনো জয়ের জন্য আত্মবিশ্বাসী দেখা যায় মিরাজকে। সেই কথাই যেন আবারও প্রমাণ করলেন এই অলরাউন্ডার।

বিপদে দল, আফগানিস্তানের বিপক্ষে হারলে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের গ্রুপপর্ব থেকে বিদায়। ইনজুরির কারণে স্কোয়াডে নেই তামিম ইকবাল ও লিটন দাস। যে কারণে ছিল ওপেনার সংকট। তাই দ্বিতীয় ম্যাচে মিরাজকে ওপেনিংয়ে নামায় টিম ম্যানেজম্যান্ট। ওয়ানতে এর আগে একবারই ওপেনিং করেছিলেন তিনি। ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে। সে ম্যাচে লিটনের সঙ্গে ১২০ রানের ওপেনিং জুটিতে মিরাজের অবদান ছিল ৫৯ বলে ৩২ রান।

আজ ওপেনিংয়ে মিরাজের সঙ্গে ছিলেন মোহাম্মদ নাঈম। দুজন মিলে স্কোর বোর্ডে তোলেন ৬০ রান। দশম ওভারে ৩২ বলে ২৮ রান করা নাঈমকে ফিরিয়ে দিয়ে জুটি ভাঙেন আফগান বোলার মুজিব উল হক।

ব্যাটিং অর্ডারে এগিয়ে আনা হয় তাওহিদ হৃদয়কে। কিন্তু দুই বল ব্যবধানে ডানহাতি এই ব্যাটারকে শূন্য রানে ফেরান গুলবাদিন নাঈব। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরে নাজমুল হোসেন শান্ত ও মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ৬৫ বলে ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক করেন মিরাজ। আর দ্বিতীয় অর্ধশতক করতে শান্ত খরচ করেন ৫৭ বল।

ধীরে ধীরে আরও ভয়ংকর হয়ে ওঠেন দুজন। ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন মিরাজ। ১১৫ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর শতক পূর্ণ করেন শান্তও। তার ইনিংসে ছিল ৯টি চার ও দুটি ছক্কা। একই ইনিংসে পঞ্চমবারের মতো শতক পেলেন বাংলাদেশের দুজন ব্যাটার। সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন তামিম ইকবাল ও লিটন দাস, ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।

মিরাজ-নাজমুল মিলে গড়েন ১৯৪ রানের জুটি। এশিয়া কাপে যে কোনো উইকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগে ডাম্বুলায় পাকিস্তানের বিপক্ষে ইমরুল কায়েস ও জুনাইদ সিদ্দিকের ১৬০ রানের জুটিটি ছিল সর্বোচ্চ।

মুজিবকে ছক্কা হাঁকানোর পর ১১৯ বলে ১১২ রানের রিটায়ার হার্ট নেন মিরাজ। আর শান্ত ১০৪ রান করে আউট হয়ে ফিরে যান। শেষদিকে মুশফিকুর রহিম করেন ১৫ বলে ২৫ রান, সাকিব আল হাসান ১৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। আর অভিষিক্ত শামীম হাসান পাটোয়ারী ৬ বল খেলে করেন ১১ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না : বাসুদেব ধর

চুলায় বসানো গরম পানিতে ঝলসে প্রাণ গেল শিশুর

জবাব দিতে সময় বেঁধে দেওয়া হলো নাজমুলকে

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড / মৃত বাবা-ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘খালেদা জিয়ার সংগ্রামী জীবনই বিএনপি নেতাকর্মীদের দিকনির্দেশনা’

বিগ ব্যাশে স্মিথ শো

মন গলানোর ‘শেষ চেষ্টা’ হিসেবে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১০

টেকনাফে দুর্বৃত্তের গুলিতে তরুণী নিহত

১১

জামায়াতের সঙ্গে বৈঠককে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ বলছে ভারত

১২

হ্যান্সি ফ্লিকের শিষ্যদের থামানোর কেউ নেই!

১৩

গরম ভাতে ঘি খান, মস্তিষ্কে কেমন প্রভাব পড়ে জানলে অবাক হবেন

১৪

রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় এমপি প্রার্থী উদ্ধার

১৫

খালেদা জিয়ার চিকিৎসাজনিত অবহেলার তদন্ত হওয়া প্রয়োজন : চিকিৎসকদলের প্রধান

১৬

খালেদা জিয়ার নাগরিক শোকসভায় যা বললেন শফিক রেহমান

১৭

‘এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, অন্যজনের দেশের বাইরে’ 

১৮

এনসিপির সেই নেত্রীর ফেসবুক স্ট্যাটাস

১৯

ম্যাচসেরা হয়েই ‘মানবিক’ সেই উদ্যোগের কথা জানালেন শরিফুল

২০
X