স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মিরাজ-শান্তর শতকে বাংলাদেশের রানের পাহাড়

শান্ত-মিরাজের ১৯৪ রানের জুটিতে বড় সংগ্রহ বাংলাদেশের। ছবি : সংগৃহীত
শান্ত-মিরাজের ১৯৪ রানের জুটিতে বড় সংগ্রহ বাংলাদেশের। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৩৩৫ রানের বড় লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর শতকে পাঁচ উইকেটে ৩৩৪ রান করে টাইগাররা।

অধিনায়ক তামিম ইকবাল একবার বলেছিলেন, দলের হার নিশ্চিত ভেবে সবাই যখন হাল ছেড়ে দেয়, তখনো জয়ের জন্য আত্মবিশ্বাসী দেখা যায় মিরাজকে। সেই কথাই যেন আবারও প্রমাণ করলেন এই অলরাউন্ডার।

বিপদে দল, আফগানিস্তানের বিপক্ষে হারলে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের গ্রুপপর্ব থেকে বিদায়। ইনজুরির কারণে স্কোয়াডে নেই তামিম ইকবাল ও লিটন দাস। যে কারণে ছিল ওপেনার সংকট। তাই দ্বিতীয় ম্যাচে মিরাজকে ওপেনিংয়ে নামায় টিম ম্যানেজম্যান্ট। ওয়ানতে এর আগে একবারই ওপেনিং করেছিলেন তিনি। ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে। সে ম্যাচে লিটনের সঙ্গে ১২০ রানের ওপেনিং জুটিতে মিরাজের অবদান ছিল ৫৯ বলে ৩২ রান।

আজ ওপেনিংয়ে মিরাজের সঙ্গে ছিলেন মোহাম্মদ নাঈম। দুজন মিলে স্কোর বোর্ডে তোলেন ৬০ রান। দশম ওভারে ৩২ বলে ২৮ রান করা নাঈমকে ফিরিয়ে দিয়ে জুটি ভাঙেন আফগান বোলার মুজিব উল হক।

ব্যাটিং অর্ডারে এগিয়ে আনা হয় তাওহিদ হৃদয়কে। কিন্তু দুই বল ব্যবধানে ডানহাতি এই ব্যাটারকে শূন্য রানে ফেরান গুলবাদিন নাঈব। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরে নাজমুল হোসেন শান্ত ও মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ৬৫ বলে ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক করেন মিরাজ। আর দ্বিতীয় অর্ধশতক করতে শান্ত খরচ করেন ৫৭ বল।

ধীরে ধীরে আরও ভয়ংকর হয়ে ওঠেন দুজন। ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন মিরাজ। ১১৫ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর শতক পূর্ণ করেন শান্তও। তার ইনিংসে ছিল ৯টি চার ও দুটি ছক্কা। একই ইনিংসে পঞ্চমবারের মতো শতক পেলেন বাংলাদেশের দুজন ব্যাটার। সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন তামিম ইকবাল ও লিটন দাস, ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।

মিরাজ-নাজমুল মিলে গড়েন ১৯৪ রানের জুটি। এশিয়া কাপে যে কোনো উইকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগে ডাম্বুলায় পাকিস্তানের বিপক্ষে ইমরুল কায়েস ও জুনাইদ সিদ্দিকের ১৬০ রানের জুটিটি ছিল সর্বোচ্চ।

মুজিবকে ছক্কা হাঁকানোর পর ১১৯ বলে ১১২ রানের রিটায়ার হার্ট নেন মিরাজ। আর শান্ত ১০৪ রান করে আউট হয়ে ফিরে যান। শেষদিকে মুশফিকুর রহিম করেন ১৫ বলে ২৫ রান, সাকিব আল হাসান ১৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। আর অভিষিক্ত শামীম হাসান পাটোয়ারী ৬ বল খেলে করেন ১১ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অল্পের জন্য রক্ষা পেল তিতুমীর এক্সপ্রেস ট্রেনের হাজারো যাত্রী

এআই ভিডিও দিয়ে অপপ্রচার, দাবি বিএফআইইউর প্রধানের

মেহেরপুর সীমান্তে ৩৯ নারী-পুরুষকে হস্তান্তর বিএসএফের

সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদত্যাগ

পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের খোঁজে দুদক

১৮০ টাকার জন্য পরীক্ষা দিতে দিলেন না প্রধান শিক্ষক

৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

১০

ভুলেও প্রেসার কুকারে রান্না করবেন না যে ৫ খাবার

১১

আলো-অন্ধকারের দার্শনিক জহির রায়হানের জন্মবার্ষিকীতে গভীর অভিবাদন

১২

‘ত্রাণ নয়, রাস্তা চাই’

১৩

‘ডাকসুকে ব্যবহার করে বড় নেতা হয়েছেন, শিক্ষার্থীদের উন্নয়ন হয়নি’

১৪

প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে স্যুট পরে হাজির জেলেনস্কি

১৫

এনসিপি থেকে বহিষ্কার হয়ে মাহিনের ‘বিস্ফোরক’ মন্তব্য

১৬

বেরোবিতে তৃতীয় দিনেও অনশন চলছে, গঠনতন্ত্র চূড়ান্তে ইউজিসির সভা বৃহস্পতিবার

১৭

মাটির নিচে মিলল পিস্তল-গুলি

১৮

জুলাই গণহত্যার আসামির জামিন বিষয়ে আইন উপদেষ্টার বক্তব্য

১৯

নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া-আসা করলে কি ৪০ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়?

২০
X