স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১০:০১ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ

বাতিল ভারত-পাকিস্তান ম্যাচ, ক্ষমা চাইল আয়োজকরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্বচ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)-এ বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি অবশেষে বাতিল হলো। ভারতীয় ক্রিকেট কিংবদন্তিদের বিরোধিতা ও স্পনসরদের কঠোর অবস্থানের মুখে আয়োজকরা ম্যাচটি স্থগিত করার পাশাপাশি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছে।

এই প্রতিযোগিতা ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনুমোদিত, যেখানে অবসরপ্রাপ্ত আন্তর্জাতিক তারকারা অংশ নিচ্ছেন। টুর্নামেন্টটি ১৮ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত যুক্তরাজ্যের চারটি ভেন্যু—বার্মিংহাম, নর্থহ্যাম্পটন, লিচেস্টার এবং লিডসে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এবার আসর ঘিরে বিতর্ক চাঙ্গা হলো।

ম্যাচটি নিয়ে সবার আগে মুখ খুলেছিলেন সাবেক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। এক্সে (পূর্বের টুইটার) দেওয়া বিবৃতিতে তিনি লেখেন, ‘১১ মে যেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আজও সেই অবস্থানেই অনড় আছি। আমার দেশ আমার কাছে সর্বোচ্চ, দেশের ওপর কিছু হতে পারে না।’

ধাওয়ান নিজের বিবৃতির সঙ্গে একটি ইমেইল স্ক্রিনশটও শেয়ার করেন, যা তিনি ডব্লিউসিএল আয়োজকদের পাঠিয়েছিলেন ১১ মে। সেখানে তিনি পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত পরিষ্কারভাবে জানিয়ে দেন।

পাশাপাশি ভারতের সাবেক অলরাউন্ডার সুরেশ রায়নাও ধাওয়ানের মতো অবস্থান জানান। সূত্র জানায়, আরও কয়েকজন ভারতীয় লেজেন্ড ব্যক্তিগতভাবে আয়োজকদের অনুরূপ বার্তা দিয়েছেন।

ভারতীয় ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে স্পনসর EaseMyTrip-ও ম্যাচটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। তারা জানায়, ‘আমরা ডব্লিউসিএল-এর সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে থাকলেও পাকিস্তান ম্যাচে কোনোভাবেই যুক্ত হবো না। ভারত ফার্স্ট, অলওয়েজ—এই নীতিতেই আমরা বিশ্বাসী।

ডব্লিউসিএল আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল সদ্য অনুষ্ঠিত এক ‘ভলিবল ম্যাচ’ থেকে অনুপ্রাণিত হয়ে, যা দুটি দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে দেখানো হয়।

তবে আয়োজকরা স্বীকার করেছেন, ‘এই ঘোষণা অনেকের অনুভূতিতে আঘাত করেছে, বিশেষ করে ভারতীয় কিংবদন্তিদের। এই অস্বস্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নুরুদ্দিন অপুর ধানের শীষের সমর্থনে এক হলেন শরীয়তপুর ৩ আসনের সব দল

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ

আশি বছর বয়সি তুতা মিয়ার জীবন কাটে রিকশার প্যাডেলে

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা : রবিন

বিএনপি নেতা আনম সাইফুলের মা জাহানারা বেগম আর নেই

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত

সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে : জামায়াত আমির

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই : জেলেনস্কি

ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র

১০

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

১১

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৫ হাজার

১২

অভিনয় ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন অভিনেত্রী

১৩

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না সাদ্দামের

১৪

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

১৫

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

১৬

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে বরণ, উৎসবে মাতল পুরো নগরী

১৭

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১৮

একুশে বইমেলা ২০২৬ / প্রকাশকদের অনুরোধে স্টল ভাড়া কমল যত

১৯

গাজায় শেষ বন্দির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

২০
X