বিশ্বচ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)-এ বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি অবশেষে বাতিল হলো। ভারতীয় ক্রিকেট কিংবদন্তিদের বিরোধিতা ও স্পনসরদের কঠোর অবস্থানের মুখে আয়োজকরা ম্যাচটি স্থগিত করার পাশাপাশি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছে।
এই প্রতিযোগিতা ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনুমোদিত, যেখানে অবসরপ্রাপ্ত আন্তর্জাতিক তারকারা অংশ নিচ্ছেন। টুর্নামেন্টটি ১৮ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত যুক্তরাজ্যের চারটি ভেন্যু—বার্মিংহাম, নর্থহ্যাম্পটন, লিচেস্টার এবং লিডসে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এবার আসর ঘিরে বিতর্ক চাঙ্গা হলো।
ম্যাচটি নিয়ে সবার আগে মুখ খুলেছিলেন সাবেক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। এক্সে (পূর্বের টুইটার) দেওয়া বিবৃতিতে তিনি লেখেন, ‘১১ মে যেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আজও সেই অবস্থানেই অনড় আছি। আমার দেশ আমার কাছে সর্বোচ্চ, দেশের ওপর কিছু হতে পারে না।’
ধাওয়ান নিজের বিবৃতির সঙ্গে একটি ইমেইল স্ক্রিনশটও শেয়ার করেন, যা তিনি ডব্লিউসিএল আয়োজকদের পাঠিয়েছিলেন ১১ মে। সেখানে তিনি পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত পরিষ্কারভাবে জানিয়ে দেন।
পাশাপাশি ভারতের সাবেক অলরাউন্ডার সুরেশ রায়নাও ধাওয়ানের মতো অবস্থান জানান। সূত্র জানায়, আরও কয়েকজন ভারতীয় লেজেন্ড ব্যক্তিগতভাবে আয়োজকদের অনুরূপ বার্তা দিয়েছেন।
ভারতীয় ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে স্পনসর EaseMyTrip-ও ম্যাচটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। তারা জানায়, ‘আমরা ডব্লিউসিএল-এর সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে থাকলেও পাকিস্তান ম্যাচে কোনোভাবেই যুক্ত হবো না। ভারত ফার্স্ট, অলওয়েজ—এই নীতিতেই আমরা বিশ্বাসী।
ডব্লিউসিএল আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল সদ্য অনুষ্ঠিত এক ‘ভলিবল ম্যাচ’ থেকে অনুপ্রাণিত হয়ে, যা দুটি দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে দেখানো হয়।
তবে আয়োজকরা স্বীকার করেছেন, ‘এই ঘোষণা অনেকের অনুভূতিতে আঘাত করেছে, বিশেষ করে ভারতীয় কিংবদন্তিদের। এই অস্বস্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’
Dear all , pic.twitter.com/ViIlA3ZrLl — World Championship Of Legends (@WclLeague) July 19, 2025
মন্তব্য করুন