স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কেন শুধু রোহিত-বাবরদের ম্যাচে থাকছে রিজার্ভ ডে?

শুধু রোহিত-বাবরদের ম্যাচেই থাকছে রিজার্ভ ডে। ছবি : সংগৃহীত
শুধু রোহিত-বাবরদের ম্যাচেই থাকছে রিজার্ভ ডে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই শুরু হয়েছে। একই সাথে এই ম্যাচের মধ্য দিয়ে হাইব্রিড মডেলের এবারের আসরের পাকিস্তান পর্বও শেষ হয়েছে। সুপার ফোর ও ফাইনাল হবে আসরের সহআয়োজক শ্রীলঙ্কায়। তবে সুপার ফোরের বাকি ম্যাচগুলো আদৌ মাঠে গড়াবে কি না সেই নিয়ে রয়েছে সন্দেহ।

বৃষ্টির কারণে আসরের শুরুতেই ভেস্তে গেছে ভারত-পাকিস্তানের গ্রুপপর্বের ম্যাচ, শ্রীলঙ্কায় হওয়া আরেক ম্যাচেও ছিল বৃষ্টির বাগড়া। আগামী রোববার (১০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলম্বোয় সুপার ফোরের লড়াইয়ে আবার মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এ ম্যাচটিও বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে। এ ছাড়া সুপার ফোরের বাকি ম্যাচগুলোও বৃষ্টিতে ভেসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসবের মধ্যেই ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদন বলছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আলোচনা করে কেবল ১০ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তানের ম্যাচটির জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল এ নিয়ে অফিসিয়ালি কোনো বার্তা দেয়নি এখনো।

সূচি অনুযায়ী, ফাইনালের কোনো রিজার্ভ ডে নেই। তবে ক্রিকইনফো বলছে, কলম্বোর বৃষ্টি মাথায় রেখে ফাইনালের রিজার্ভ ডে থাকবে। যদিও ভেন্যু আয়োজক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এখনো বিষয়টি নিশ্চিত করেনি। তারা শুধু একটি ম্যাচের রিজার্ভ ডের কথা আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। বাকি ম্যাচগুলো নিয়ে আয়োজক বোর্ডের যেন কোনো মাথা ব্যথাই নেই।

যে ম্যাচটিতে রিজার্ভ ডে নিশ্চিত হয়েছে সেটি হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের। ১০ সেপ্টেম্বরের ম্যাচটি যদি বৃষ্টি কিংবা বৈরী আবহাওয়ার কারণে না হয় তবে পরের দিন পুনরায় হবে। এখন প্রশ্ন উঠতে পারে কেন?

ক্রিকেটের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ হিসেবে ধরা হয় ভারত-পাকিস্তান ম্যাচকে। ভক্তদের চরম উন্মাদনা থাকার কারণে ম্যাচটি থেকে লাভ হয় আয়োজক ক্রিকেট বোর্ডের। তবে এবার বৃষ্টির কারণে ক্যান্ডিতে ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। ম্যাচটি ভেস্তে যাওয়ায় বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে আয়োজক ও সম্প্রচার কর্তৃপক্ষের। গত বছর থেকে এশিয়া কাপ যে সূচি মেনে হচ্ছে, তাতে অন্তত দুটি, সর্বোচ্চ তিনটি ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের সুযোগ থাকে। আর ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই আসলে বড় অঙ্কের রাজস্ব আয় হয় এসিসির। এখন কলম্বোয় যদি দুই দলের লড়াই ভেসে যায় বৃষ্টিতে, আরও বড় আর্থিক ক্ষতি হবে আয়োজকদের। সে কারণেই বিশেষ ব্যবস্থায় দুই দলের এই ম্যাচটির জন্য রিজার্ভ ডে রেখেছে এসিসি।

তবে শুধু ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখতে টুর্নামেন্টের মাঝপথে নিয়ম পরিবর্তন করল এসিসি। সুপার ফোরের বাকি ম্যাচগুলো নিয়ে তাদের যেন কোনো চিন্তাই নেই! এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

গত কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী শহর কলম্বোয়। তবে আজ সকাল থেকে অবশ্য কলম্বোর আবহাওয়া তুলনামূলক ভালো। খুব একটা বৃষ্টি হয়নি। তবে আবহাওয়ার পূর্বাভাসে, আগামীকাল আবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির হানা দেওয়ার সম্ভাবনা আছে।

সুপার ফোরের ম্যাচ কলম্বোর জায়গায় হাম্বানটোটায় সরিয়ে নেওয়ার কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত ভারত রাজি না হওয়ায় সুপার ফোরের সূচি পরিবর্তন হয়নি। আগের সূচি অনুযায়ী কলম্বোতেই ম্যাচ রেখেছে এসিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদিন কতটা হাঁটা স্বাস্থ্যসম্মত, ৭০০০ নাকি ১০০০০ পা?

জুলাই সনদের কয়েকটি দফা নিয়ে বিএনপির আপত্তি আছে : সালাহউদ্দিন

রাতে ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের হাজারো যাত্রী

এআই ভিডিও দিয়ে অপপ্রচার, দাবি বিএফআইইউর প্রধানের

মেহেরপুর সীমান্তে ৩৯ নারী-পুরুষকে হস্তান্তর বিএসএফের

সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদত্যাগ

পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১০

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের খোঁজে দুদক

১১

১৮০ টাকার জন্য পরীক্ষা দিতে দিলেন না প্রধান শিক্ষক

১২

৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

১৩

ভুলেও প্রেসার কুকারে রান্না করবেন না যে ৫ খাবার

১৪

আলো-অন্ধকারের দার্শনিক জহির রায়হানের জন্মবার্ষিকীতে গভীর অভিবাদন

১৫

‘ত্রাণ নয়, রাস্তা চাই’

১৬

‘ডাকসুকে ব্যবহার করে বড় নেতা হয়েছেন, শিক্ষার্থীদের উন্নয়ন হয়নি’

১৭

প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে স্যুট পরে হাজির জেলেনস্কি

১৮

এনসিপি থেকে বহিষ্কার হয়ে মাহিনের ‘বিস্ফোরক’ মন্তব্য

১৯

বেরোবিতে তৃতীয় দিনেও অনশন চলছে, গঠনতন্ত্র চূড়ান্তে ইউজিসির সভা বৃহস্পতিবার

২০
X