বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ থেকে সরে দাঁড়ালে কত টাকার ক্ষতির মুখে পড়বে পাকিস্তান?

এশিয়া কাপ নিয়ে বড় দোটানায় পিসিবি। ছবি : সংগৃহীত
এশিয়া কাপ নিয়ে বড় দোটানায় পিসিবি। ছবি : সংগৃহীত

হ্যান্ডশেক বিতর্কে এশিয়া কাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর হুমকি এখন তাদের ক্রিকেট বোর্ডকেই (পিসিবি) বেকায়দায় ফেলেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অ্যান্ডি পাইক্রফটকে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে সরানোর দাবি সরাসরি প্রত্যাখ্যান করার পর এখন নতুন প্রশ্ন— আসলেই কি টুর্নামেন্ট থেকে বাদ পড়ার মতো অবস্থায় আছে পাকিস্তান?

কারণ, পিসিবি যদি সত্যিই এশিয়া কাপ থেকে সরে দাঁড়ায়, তবে তাদের গচ্চা যাবে ১২ থেকে ১৬ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫০ কোটি টাকা। এই অর্থ আসত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) রাজস্ব ভাগাভাগি থেকে— যেখানে পাঁচ টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সমান ১৫ শতাংশ করে পায়।

এশিয়া কাপের সম্প্রচার চুক্তি, স্পন্সরশিপ ও টিকিট বিক্রির আয় থেকেই মূল রাজস্ব আসে। তাই ভারতের সঙ্গে প্রতিটি ম্যাচই টুর্নামেন্টের সবচেয়ে বড় ‘রাজস্ব জেনারেটর’। পাকিস্তান সরে দাঁড়ালে শুধু অর্থ হারানোই নয়, এসিসি বোর্ডরুমেও তাদের বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে চাপ বাড়ছে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির ওপর। কারণ, তিনি শুধু ক্রিকেট বোর্ডের প্রধানই নন, পাকিস্তান সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী এবং একই সঙ্গে এসিসিরও সভাপতি। অর্থাৎ সিদ্ধান্ত যেটাই নেন, সেটি সরাসরি প্রভাব ফেলবে তার ব্যক্তিগত ভাবমূর্তির ওপরও।

পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নাকভি এখন ‘পাতলা বরফের ওপর হাঁটার মতো অবস্থায়’। কারণ, পিসিবির জন্য এই ১৫০ কোটি টাকার ক্ষতি বিশাল ধাক্কা হয়ে আসতে পারে।

ঘটনার সূত্রপাত হয়েছিল রোববারের ভারত-পাকিস্তান ম্যাচে। খেলা শেষে দুই দলের ক্রিকেটাররা হাত মেলাননি, এমনকি টসেও করমর্দন হয়নি। পাকিস্তানের অভিযোগ, ম্যাচ রেফারি পাইক্রফটই নাকি দুই অধিনায়ককে টসে করমর্দন থেকে বিরত থাকতে বলেছিলেন। আইসিসি অবশ্য এ অভিযোগ উড়িয়ে দিয়েছে।

তবে পিসিবির কড়া অবস্থান এখনো বহাল। নাকভি এক বিবৃতিতে বলেছেন, ‘পিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে। পাইক্রফট ক্রিকেটের চেতনাবিরোধী আচরণ করেছেন। আমরা তার তাৎক্ষণিক অপসারণ দাবি করছি।’

তবে বাস্তবতা হলো— পিসিবি যদি দাবি আদায়ে ব্যর্থ হয়েও এশিয়া কাপ ছেড়ে দেয়, তবে তারা হারাবে বিপুল অর্থ, সম্প্রচারক থেকে শুরু করে স্পন্সরদের ক্ষোভ, আর সবচেয়ে বড় কথা— ক্রিকেট রাজনীতিতেও তাদের অবস্থান দুর্বল হয়ে পড়বে।

সংক্ষেপে বললে, পাকিস্তানের সামনে এখন কঠিন সমীকরণ : সম্মান রক্ষা নাকি আর্থিক ক্ষতি ঠেকানো— কোনোটাই সহজ নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ঘোষণা

পাকিস্তানের এশিয়া কাপ অভিযানে নতুন বিতর্ক!

বিএনপি-যুবদলের তিনজনকে অব্যাহতি

রাব্বানীর জিএস পদ অবৈধের সুপারিশে রাশেদের প্রতিক্রিয়া

বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার

নানা কর্মসূচিতে রাজধানীতে বিশ্ব নরসুন্দর দিবস পালিত

সেতু বিভাগের সচিবের জিআইসিসি সম্মেলনে অংশগ্রহণ

জামায়াতের সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক

ঘুমের মধ্যেই না ফেরার দেশে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড

ভাঙ্গায় সরকারি দপ্তরে নাশকতাকারীদের বিচারের দাবিতে বিএনপির শান্তি মিছিল

১০

গলায় বাদাম আটকে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

১১

‘ঋণে জর্জরিত মানুষটির চল্লিশা যারা খেলেন, খাবার কীভাবে তাদের পেটে নামল’

১২

এবার দেশের বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

১৩

পৃথক ফৌজদারি ও পারিবারিক আদালত প্রতিষ্ঠা করল সরকার

১৪

আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব : গণতন্ত্র মঞ্চ

১৫

শুরুতে ঝড়, শেষে ম্লান বাংলাদেশ

১৬

টাঙ্গাইলে সরকারি চাল উদ্ধার

১৭

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

১৮

অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে : জুলাই মঞ্চ

১৯

এশিয়া কাপ থেকে সরে দাঁড়ালে কত টাকার ক্ষতির মুখে পড়বে পাকিস্তান?

২০
X