

যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফলে ফাইনালে ওঠার পথে শেষ চারে তাদের সামনে পাকিস্তান। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় এই দুই দল।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে হারায় বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২২৫ রানেই অলআউট হয়ে যায়। জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ১৮৬ রানে। এই জয়ে বি গ্রুপে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে বাংলাদেশ। অন্য গ্রুপে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দুটি জয় নিয়ে সেই গ্রুপের রানার্সআপ হওয়ায় পাকিস্তান এখন সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ।
অন্যদিকে, শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে প্রথম সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষ পেয়েছে শ্রীলঙ্কা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের লড়তে হবে শক্তিশালী ভারতের বিপক্ষে।
এদিকে, যুব এশিয়া কাপের বাংলাদেশ-পাকিস্তান প্রথম সেমিফাইনালটি সরাসরি দেখাচ্ছে টি-স্পোর্টস।
মন্তব্য করুন