ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক না হওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক এশিয়া কাপকে নতুন মোড় দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। মঙ্গলবার পিসিবি সূত্র জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বোর্ড তাদের অবস্থান ঘোষণা করতে পারে।
পিসিবির দাবি, বিতর্কিত ম্যাচের দায়িত্বে থাকা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। বোর্ড তার তাৎক্ষণিক অপসারণ দাবি করেছে। তবে দুবাইয়ে অবস্থানরত পাকিস্তান দলের ম্যানেজমেন্টকে এখনও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইসিসি পিসিবির অভিযোগ নাকচ করেছে। তাদের দাবি, ম্যাচ রেফারির হ্যান্ডশেক-সংক্রান্ত ঘটনায় কোনো ভূমিকা ছিল না। তবে এ বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেনি আইসিসি কিংবা পিসিবি।
রোববার দুবাইয়ে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত। ১২৭ রানে থামানো পাকিস্তানের জবাবে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে সূর্যকুমার যাদব ও শিভম দুবে। জয়সূচক ছক্কা হাঁকানোর পর দুজন সতীর্থের সঙ্গে উদযাপন করলেও ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক না করেই মাঠ ছাড়েন। পাকিস্তানি ক্রিকেটাররা অপেক্ষায় থাকলেও ভারতীয় দল সরাসরি ড্রেসিংরুমে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়।
একই ঘটনা ঘটে ম্যাচের শুরুতেও। টসে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ও ভারতের অধিনায়ক করমর্দন থেকে বিরত থাকেন। ম্যাচ শেষে সালমান পুরস্কার বিতরণী মঞ্চেও উপস্থিত হননি; তার পরিবর্তে সংবাদমাধ্যমের মুখোমুখি হন কোচ মাইক হেসন।
হেসন বলেন, ‘আমরা খেলা শেষে হাত মেলানোর জন্য প্রস্তুত ছিলাম। প্রতিপক্ষ সেটা না করায় হতাশ হয়েছি। আমরা এগিয়ে গিয়েছিলাম, কিন্তু তারা তখনই ড্রেসিংরুমে চলে যাচ্ছিল।’
এই ঘটনার পর পিসিবি আইসিসি ও মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। অভিযোগে বলা হয়েছে, ম্যাচ রেফারি পাইক্রফট তার দায়িত্ব যথাযথভাবে পালন করেননি, যা আইসিসি আচরণবিধি ভঙ্গের শামিল।
পিসিবি চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘পিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। ম্যাচ রেফারি ক্রিকেটের চেতনাবিরোধী আচরণ করেছেন। আমরা তার তাৎক্ষণিক অপসারণ দাবি করছি।’
এছাড়া পিসিবির দাবি, পুরো ঘটনাপ্রবাহে ভারতীয় বোর্ডের প্রভাব কাজ করেছে, যা পরোক্ষভাবে এসেছে ভারত সরকারের নির্দেশনা থেকে। দলের মিডিয়া ম্যানেজার নাভিদ আকরাম চীমা এই বিষয়টি টুর্নামেন্ট পরিচালক অ্যান্ড্রু রাসেলের কাছে তুললে প্রথমে তিনি স্বীকার করেছিলেন যে নির্দেশনা ভারতীয় বোর্ড থেকে এসেছে, পরে অবশ্য ব্যাখ্যা দেন—এটি সরকার কর্তৃক দেওয়া হয়েছিল।
সব মিলিয়ে হ্যান্ডশেক বিতর্কে এশিয়া কাপে পাকিস্তানের ভবিষ্যৎ এখন ঝুলে আছে। যদি পিসিবির দাবি গৃহীত না হয়, তবে পুরো দলই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারে বলে জোর গুঞ্জন চলছে।
মন্তব্য করুন