স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১২:১৮ এএম
অনলাইন সংস্করণ

খাজার সেঞ্চুরিতে লড়ছে অস্ট্রেলিয়া

সেঞ্চুরির পর ব্যাট হাতে উসমান খাজা। ছবি: সংগৃহীত
সেঞ্চুরির পর ব্যাট হাতে উসমান খাজা। ছবি: সংগৃহীত

অ্যাজবাস্টনে জমে উঠেছে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। ইংল্যান্ডের করা প্রথম ইনিংসের চ্যালেঞ্জিং স্কোরের জবাবে লড়ছে অস্ট্রেলিয়াও।

শনিবার (১৭ জুন) টেস্টের দ্বিতীয় দিন শেষে খাজার দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩১১ রান করেছে অজিরা। ৮ উইকেটে ৩৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা এগিয়ে ৮২ রানে।

প্রথম দিন শেষে বিনা উইকেটে ১২ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়া ছিল বেশ সাবলিল। ৬ ওভার ভালোভাবেই পার করে দিলেও ইংলিশ পেসার ব্রডের করা ১১তম ওভারে বিদায় নেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার (৯)। পরের বলেই ব্রডের আবার আঘাত। ফেরান টেস্ট রাঙ্কিংয়ের সেরা ব্যাটার লাবুশেনকে (০)।

এরপর সময়ের অন্যতম সেরা ব্যাটার স্টিভেন স্মিথ কে নিয়ে প্রতিরোধ শুরু করেন উসমান খাজা। তবে ইংলিশ অধিনায়ক স্টোকসের এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন স্মিথ (১৬)। পরে ট্রাভিস হেড ও খাজার দৃঢ়চেতা ব্যাটিংয়ে ম্যাচে ফেরে অজিরা।

ফিফটি করার পরেই এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে ফেরা মঈন আলীর শিকার হন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হওয়া ট্রাভিস হেড (৫০)। একদিকে ঊইকেট পড়তে থাকলেও একপাশ আগলে রাখেন খাজা। তার ধীর এবং বুদ্ধিদীপ্ত ব্যাটিং ম্যাচে রাখে অস্ট্রেলিয়াকে। সঙ্গী ছিলেন ক্যামেরন গ্রিন। ব্যক্তিগত ৩৮ রান করে মঈন আলীর দারুণ গুগলিতে বোল্ড হয়ে ফেরেন তিনি।

পরে আলেক্স ক্যারিকে সাথে করে এগিয়ে চলতে থাকেন উসমান খাজা। শুধু তাই নয় দিন শেষে এই জুটি থাকে অবিচ্ছিন্ন। স্টোকসকে চার হাকিয়ে নিজের ১৫তম সেঞ্চুরি তুলে নেন খাজা। দিন শেষে ২৭৯ বলে ১২৬ রানে অপরাজিত এই তুখোড় ব্যাটার। ৫২ রানে অপর অপরাজিত ব্যাটার ক্যারি। ইংলিশদের পক্ষে দুটি করে উইকেট নেন মইন আলী ও স্টুয়ার্ট ব্রড।

এর আগে টেস্টের প্রথম দিন জো রুটের শতকে মাত্র ৭৮ ওভারে ৮ উইকেটে ৩৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।

অ্যাশেজের কোনো টেস্টে সবচেয়ে কম ওভার ব্যাট করে প্রথম দিনে প্রথম ইনিংস ঘোষণার নজির এটিই। টেস্ট ইতিহাসে এর চেয়ে কম ওভার ব্যাট করে প্রথম দিনে প্রথম ইনিংস ঘোষণার ঘটনা আছে আর মাত্র তিনটি।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৭৮ ওভারে ৩৯৩/৮ ডিক্লে. ( রুট ১১৮*, বেয়ারস্টো ৭৮, লায়ন ৪/১৪৯ )।

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৯৪ ওভারে ৩১১/৫ ( খাজা ১২৬*, ক্যারি ৫২*, মঈন ২/১২৪, ব্রড ২/৪৯)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

হাইকোর্টের নির্দেশে মনোনয়ন জমা দিলেন এবি পার্টির সেই প্রার্থী

মোংলা বন্দরে বিদেশি জাহাজ আটক

হঠাৎ কথা বলতে পারছেন না শবনম ফারিয়া

গাজায় আইএসএফে বাংলাদেশের যোগদানের প্রস্তাবে আলোচনা চলছে : পররাষ্ট্র উপদেষ্টা

স্পিরিট পানে আরও দুজনের মৃত্যু

ফারহান-কেয়া জুটিতে আসছে ‘ইউ অ্যান্ড মি ফরএভার’

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

রাফসান-জেফারের ছবিতে সাফার আবেগঘন মন্তব্য

চবি উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ চায় ছাত্রদল

১০

ইসলামপন্থার একবক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান : ইসলামী আন্দোলন

১১

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা

১২

মানুষ আমাকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে : তাহেরী

১৩

মস্তিষ্কে স্ট্রোক ও কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে সংকটাপন্ন হুজাইফা

১৪

গোধূলিতে নতুন ‘অস্ত্র’ পেলেন গার্দিওলা

১৫

স্ত্রীর দাবিতে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী, ঘরে আছে আরেক বউ

১৬

অনুদানের টাকা ফেরত দিচ্ছেন তাজনূভা জাবীন

১৭

ফুরফুরে মেজাজে পরী

১৮

সর্বকালের সর্বোচ্চ দামে স্বর্ণ, রেকর্ড গড়ল রুপা

১৯

কাতারের মার্কিন ঘাঁটি ছাড়তে কর্মকর্তাদের নির্দেশনা

২০
X