এশিয়া কাপে দারুণ কিছু করার সহজ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে সেটি হাতছাড়া হয়ে যায় পাকিস্তানের কাছে পরাজয়ে। ব্যর্থ এশিয়া কাপ মিশন শেষে দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। বৃহস্পতিবার (০২ অক্টোবর) প্রথম টি-টোয়েন্টিতে কেমন হতে পারে টাইগারদের একাদশ তা নিয়ে চলছে নানা আলোচনা।
আফগান সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন জাকের আলী। চোটের কারণে আগেই দেশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। এশিয়া কাপে দারুণ ব্যাট করায় একাদশে সাইফ হাসানের থাকা নিশ্চিত। তার সঙ্গী হিসেবে তানজিদ তামিম নাকি পারভেজ ওপেন করবেন, সেটি একটি প্রশ্ন। তবে ওপেনিংয়ে তামিমকে দেখা যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্র ইমনের ব্যাটিং পজিশন হতে পারে তিনে।
উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম। অফ স্পিনার মাহেদী হাসানের জায়গায় একাদশে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। এছাড়া লেগ স্পিনার রিশাদ হোসেন তো আছেনই। পেস বোলিংয়ে মুস্তাফিজুর রহমানের সঙ্গে থাকবেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান।
আফগানিস্তান-বাংলাদেশের মধ্যকার এই সিরিজ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি। এ ছাড়া অনলাইনেও ম্যাচটি উপভোগ করার সুযোগ রয়েছে। দুই দলের এই সিরিজটি অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাডে।
আফগানিস্তানে সিরিজের ম্যাচগুলো সম্প্রচার করবে লেমার, মবি গ্রুপ ও মাই ইতিসালাত। পাকিস্তানে দেখাবে পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও জিও। দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম তামাশা ও মাইকোতেও দেখা যাবে ম্যাচটি। আর ভারতে দেখা যাবে ফ্যানকোডের মাধ্যমে। এছাড়া বিশ্বের বাকি সব দেশে বিনামূল্যে সরাসরি খেলা দেখা যাবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ- তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।
মন্তব্য করুন