

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি, পরবর্তীতে পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে।
বিসিবির চিকিৎসা বিভাগের সূত্রে জানা গেছে, চার দিন ধরে অসুস্থ ছিলেন রিয়াদ। শুরুতে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং অবস্থার কিছুটা উন্নতিও হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ। তবে ঘরোয়া ক্রিকেটে এখনও সক্রিয় ছিলেন তিনি। সম্প্রতি এনসিএল টি-টোয়েন্টিতে অংশ নিয়েছিলেন এবং দুই ম্যাচ খেলার পর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। চোট সারিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় অসুস্থ হয়ে পড়েন এই অভিজ্ঞ ক্রিকেটার।
চিকিৎসকদের ধারণা, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্ত ও সতীর্থরা।
মন্তব্য করুন