

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের বাতাসে শুক্রবার রাতে মিশে ছিল হতাশার সুর। এক পাশে তানজিদ হাসান তামিমের চোখধাঁধানো ইনিংস—৮৯ রান, ৬২ বলের তান্ডব। আর অন্য পাশে একের পর এক ধস নামা উইকেট, ফিল্ডিংয়ে হাতছাড়া ক্যাচ, ব্যাটে-বলে ছন্দহারা এক বাংলাদেশ। ফলাফল—ওয়েস্ট ইন্ডিজের সহজ জয়, সিরিজ ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ।
বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল। তানজিদের ব্যাটে ভর করে ১৪ ওভার পর্যন্ত স্কোর ছিল ৯৯/২। কিন্তু এরপর এক ভয়াবহ ধস। ১৫তম ওভারে সাইফ হাসান (২৩) আউট হওয়ার পর উইকেট যেন পড়তে লাগল টপাটপ। শেষ ৬ ওভারে হারাতে হলো ৮ উইকেট। তানজিদের ৮৯ ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি—মাত্র দু’জন ব্যাটার পৌঁছেছেন দুই অঙ্কে।
রোমারিও শেফার্ডের বলেই শেষ হয় তানজিদের প্রতিরোধ—হোল্ডারের হাতে ক্যাচ। এর আগে এই পেসার দেখান দুর্দান্ত নৈপুণ্য, নেন হ্যাটট্রিক (৩/৩৬)। খারি পিয়েরে ও রোস্টন চেজ নেন দুটি করে উইকেট। ফলে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ থেমে যায় ১৫১ রানে।
লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিলও নড়বড়ে। মেহেদি হাসান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের ঘূর্ণিতে ৫২ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে সফরকারীরা। কিন্তু সেখান থেকেই ম্যাচ ঘুরিয়ে দেন দুই তরুণ—রোস্টন চেজ ও আকিম অগাস্টে।
দুজনের জুটিতে আসে ৯১ রানের বিধ্বংসী পার্টনারশিপ। ২৪ বলেই ফিফটি তুলে নেন বাঁহাতি অগাস্টে—যা তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অর্ধশতক। ২৫ বলের ইনিংসে মারেন ৫ ছক্কা, ১ চার। অপরপ্রান্তে থাকা চেজ খেলেন পরিণত ইনিংস—২৯ বলে ৫০। দুজনই সাজঘরে ফেরেন রিশাদের বলে, কিন্তু ততক্ষণে ম্যাচ অনেক দূরে সরে গেছে বাংলাদেশের হাত থেকে।
রিশাদ শেষ দিকে ৩ উইকেট (৪-০-৪৩-৩) নিলেও ফল বদলায়নি কিছু। অধিনায়ক রোভম্যান পাওয়েল শেষ পর্যন্ত ১৯ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় এনে দেন দলকে (১৬.৫ ওভারে ১৫২/৫)।
বাংলাদেশের জন্য এ ম্যাচে ব্যর্থতার চিত্র ছিল বহুমাত্রিক—ব্যাটিংয়ে ভরসা জোগাতে পারেননি কেউ, ফিল্ডিংয়ে মিস হয়েছে অন্তত তিনটি সহজ ক্যাচ, আর মাঠে নুরুল হাসানের চোট বাড়িয়েছে চিন্তা।
ওদিকে ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি নিখুঁত এক সিরিজ সমাপ্তি—যেখানে অভিজ্ঞতার সঙ্গে তরুণদের পারফরম্যান্স দিয়েছে পরিপূর্ণ বার্তা। অগাস্টে ও চেজের ব্যাটে ভবিষ্যতের প্রতিশ্রুতি, আর শেফার্ডের হ্যাটট্রিক সেই সাফল্যের প্রতীক।
বাংলাদেশের জন্য রয়ে গেল হতাশা, আর ওয়েস্ট ইন্ডিজের জন্য—গর্বিত হোয়াইটওয়াশের আনন্দ।
ম্যাচ সংক্ষেপ
বাংলাদেশ: ১৫১ (তানজিদ ৮৯, সাইফ ২৩; শেফার্ড ৩/৩৬, পিয়েরে ২/২৩)
ওয়েস্ট ইন্ডিজ: ১৫২/৫ (চেজ ৫০, অগাস্টে ৫০; রিশাদ ৩/৪৩)
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ জয়ী ৫ উইকেটে (সিরিজ ৩–০)
মন্তব্য করুন