

লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে একটি বেসরকারি টিভি চ্যানেলের (স্টার নিউজ) আয়োজনে ‘ভোটের মাঠে নির্বাচন ২০২৬’ শীর্ষক রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে আলোচনা সভায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে কালবেলাকে জানিয়েছেন রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় আয়োজিত আলোচনায় অংশগ্রহণ করেন সম্প্রতি বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেওয়া ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী শাহাদাত হোসেন সেলিম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও জামায়াতের মনোনয়নপ্রত্যাশী নাজমুল হাসান পাটোয়ারী এবং ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলার সহসভাপতি ও হাত পাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন স্টার নিউজের ফারাবি হাফিজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালীন বেলা সাড়ে ১১টার দিকে দর্শক সারি থেকে মো. আল আমীন নামের ঢাকা তেজগাঁও কলেজের এক শিক্ষার্থী ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী জাকির পাটোয়ারীকে উদ্দেশ করে বলেন, দ্বাদশ নির্বাচনে আপনি জাতীয় পার্টি থেকে রামগঞ্জ আসনে সংসদ নির্বাচন করতে চেয়েছেন। এখন ত্রয়োদশ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী হয়েছেন। প্রশ্ন হলো, আপনি কি জাতীয় পার্টি থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন? আর ইসলামী আন্দোলনে কবে যোগ দিয়েছেন? জেলা সহসভাপতি পদ পেতে আপনার কত টাকা খরচ করতে হয়েছে? এমন প্রশ্নে ক্ষুব্ধ হয়ে ইসলামী আন্দোলনের এক সমর্থক ওই শিক্ষার্থীকে জুতা প্রদর্শন করলে চরম উত্তেজনা দেখা দেয় এবং হট্টগোল বাধে।
এ সময় বিএনপি নেতৃবৃন্দ পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপক্ষ আরেক পক্ষকে ১০ থেকে ১৫টি চেয়ার ছুড়ে মারে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় চার-পাঁচজন কর্মী-সমর্থক সামান্য আহত হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকদের একপক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে ব্যাপক প্রচার চালাতে দেখা গেছে।
বিষয়টি ইসলামী আন্দোলনের মনোনয়নপ্রত্যাশী জাকির হোসেন পাটোয়ারী বলেন, অনুষ্ঠানটি ভন্ডুল করার জন্য আলোচনার বাইরে একটি মিথ্যা বানোয়াট প্রশ্ন করা হয়। কে করেছে? জামায়াতে ইসলামী বলছে, তাদের লোক না। বিএনপি বলছে, তাদের না। এ ঘটনায় প্রশ্নকর্তাকে শনাক্তের চেষ্টা চলছে। এ ধরনের প্রশ্নের কারণে ভুল বোঝাবুঝি হয়েছে।
উপজেলা জামায়াতের আমির ও দাঁড়িপাল্লার মনোনয়নপ্রত্যাশী নাজমুল হাসান পাটোয়ারী বলেন, যে ছেলেটি প্রশ্ন করেছে, তা এ ধরনের প্রোগ্রামে বলা ঠিক হয়নি। ছেলেটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলনের এক ভাই জুতা খুলে ছেলেটির দিকে তেড়ে যায়, এ সময় বিএনপির ভাইয়েরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে কিছুটা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আমাদের লোকজন চেয়ার থেকেই ওঠেনি। তবে ছেলেটার পরিচয় আমরা জানার চেষ্টা করছি।
বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘মূলত একটি প্রশ্নের জেরে ইসলামী আন্দোলন ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা না থাকলে যে জুতা নিয়ে চেয়ার থেকে উঠেছে, তাকে পিষে ফেলত।’
রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ কালবেলাকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।
মন্তব্য করুন