

মারা গেছেন পাকিস্তানের সাবেক খেলোয়াড় ও আইসিসির সাবেক আম্পায়ার খিজির হায়াত। দীর্ঘদিন অসুস্থ থাকার পর লাহোরে মৃত্যুবরণ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। পরিবার সূত্রে হায়াতের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার।
১৯৭০-এর দশকে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন হায়াত। খেলোয়াড়ি জীবনে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছিলেন পাকিস্তান রেলওয়েজের হয়ে। ঘরোয়া ক্রিকেটে সততা ও ধারাবাহিকতার সঙ্গে আম্পায়ারিং করে সেসময় সুনাম কুড়িয়েছিলেন তিনি।
অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে দায়িত্ব পালন করা এই আম্পায়ার ৩৩ টেস্টে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ওয়ানডেতে আম্পায়ারিং করেছেন ৫৭ ম্যাচে। পিসিবিতে সাধারণ ম্যানেজার, আম্পায়ার ও রেফারি হিসেবে কাজ করেছেন তিনি।
আম্পায়ার হায়াতের মৃত্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শোক প্রকাশ করেছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘খিজির হায়াতের অবদানের জন্য তার প্রতি ক্রিকেট আম্পায়ারিং সব সময় কৃতজ্ঞ থাকবে। তার লিগ্যাসি আম্পায়াররা ভবিষ্যতেও ধরে রাখবেন ও দীর্ঘদিন স্মরণে রাখবেন।’
মন্তব্য করুন