

টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রয়োজনে ফিজের বদলে অন্য খেলোয়াড় নিতে ফ্র্যাঞ্চাইজিটিকে অনুমতিও দেবে বিসিসিআই।
মুস্তাফিজকে বাদ দেওয়া নির্দেশ দিয়ে বিসিসিআই সচিব বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কলকাতার ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায় সেটিরও অনুমতি দেয়া হবে।’
ভারতের সংবাদমাধ্যম জানায়, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজের চুক্তি ঘিরে বিতর্ক তৈরি হয়। দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এই প্রসঙ্গে বলেছিলেন, ‘কলকাতার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের ওই ক্রিকেটারকে (মুস্তাফিজ) দল থেকে সরিয়ে দেওয়া উচিত।’ টাইগার পেসারকে কেনায় কলকাতা নাইট রাইডার্সের মালিক এবং বলিউড কিংবদন্তি শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেও মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সংগীত সোম।
এর আগে, বিসিসিআই জানিয়েছিল কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠের ক্রিকেটে পড়বে না। বিসিসিআইয়ের এক কর্মকর্তা সে সময় দেশটির গণমাধ্যমকে বলেছিলেন, ‘এটা একটা সংবেদনশীল বিষয়। আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি কূটনৈতিক পরিস্থিতি নিয়ে। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনো নির্দেশ এখনও আসেনি। বাংলাদেশ তো আমাদের শত্রু দেশ নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।’
মন্তব্য করুন