

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, দলীয় পদ বড় বিষয় নয়, দলের জন্য কাজ করাই আসল। ঐক্য থাকলেই বিএনপি শক্তিশালী হবে
শনিবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজদীখান উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি।
শেখ মো. আব্দুল্লাহ বলেন, আপনারা দলের জন্য কাজ করেন, পদ ছাড়া ও আপনাদের সম্মান আছে। এই মুন্সীগঞ্জে অনেক বড় বড় নেতা ছিলেন, তারপরও দেশনেত্রী খালেদা জিয়া আমাকে তার পাশে বসিয়ে ধানের শীষের প্রতীক দিয়েছেন এটা আমার জন্য গর্বের।
স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি আরও বলেন, বিএনপি একটি বড় পরিবার। আমাদের মধ্যে টুকটাক সমস্যা থাকতেই পারে। সেই সমস্যা সমাধানের জন্য আমরা প্রস্তুত। যারা এখনো দ্বিধা-দ্বন্দ্বে আছেন, আমি তাদের আহ্বান জানাই আসুন, ধানের শীষের প্রতীকে আমরা সবাই একসঙ্গে কাজ করি। আপনারা এই দলের জন্য মামলা খেয়েছেন, জেল খেটেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাহলে কেন দূরে থাকবেন? ঐক্য থাকলে মুন্সীগঞ্জের সর্বস্তরের জনগণ বিএনপিকে সমর্থন করবে।
অনুষ্ঠানে শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন– সিরাজদীখান উপজেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান কুট্টি, সহ-সভাপতি মোতাহার হোসেন ও মোয়াজ্জেম হোসেন বাবুল, সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খান, যুগ্ম সম্পাদক শাহ আলম, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন চৌধুরীসহ উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য করুন