

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ফেনীর ফুলগাজীর পৈতৃক বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, দোয়া মাহফিলের আয়োজক ছিলেন বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই জাহিদ হোসেন মজুমদার ও শামিম হোসেন মজুমদার। এতে পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিসহ রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে খালেদা জিয়ার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন।
পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলটি পরিচালনা করেন ওলামা দলের সাবেক সভাপতি জামাল উদ্দিন খন্দকার। এতে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য ও সহমর্মিতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনে বিএনপির মনোনীত মুন্সি রফিকুল আলম মজনু, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম, ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম মন্টু, ফুলগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহিনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
দোয়া মাহফিলে ফেনী-১ এর বিএনপির মনোনীত এমপি প্রার্থী রফিকুল আলম মজনু বলেন, বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ রাজনীতিদকে হারিয়েছে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আমাদের মা, মায়ের আসনে আমি ছেলে হিসেবে মায়ের অসম্পূর্ণ কাজ সমাপ্তি করব, ইনশাআল্লাহ।
মন্তব্য করুন