মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ চলছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। লিটন-তানজিদ-সৌম্যর পর সাজঘরে ফিরেছেন ভরসা দেওয়া তামিমও। ইশ সৌধির স্পিন খেলতেই পারছে না টাইগাররা।
বাংলাদেশ ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১২ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা রিয়াদ ৩০ রান করেছেন। তার সঙ্গী শেখ মাহেদী। লিটন ১৬ বলে ৬ রান করে ফিরেছেন। এরপর তানজিদ আউট হয়েছেন তিন চারের শটে ১৬ রান করে। সৌম্য সরকার গোল্ডেন ডাক মেরেছেন। হৃদয়ের ব্যাট থেকে দল মাত্র ৪ রান পেয়েছে।
দলকে ভরসা দিচ্ছিলেন অবসর ভেঙে ও ইনজুরি কাটিয়ে দলে ফেরা ওপেনার তামিম। তিনি ৫৮ বলে সাত চারের শটে ৪৪ রান করে আউট হয়েছেন। শুরুর পাঁচ উইকেটের চারটিই নিয়েছেন শোধি।
মন্তব্য করুন