নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় এমন হার। দলের পরাজয়ে মন খারাপ থাকলেও সিনিয়রদের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
মিরপুরে আগে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২৫৪ রানে অলআউট নিউজিল্যান্ড। জবাবে ইশ সোধির স্পিন ভেল্কিতে বাংলাদেশ গুটিয়ে যায় ১৬৮ রানে। ব্যাট হাতে ৩৫ রান ও বল হাতে ক্যারিয়ারসেরা ৬ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি।
দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরে বাংলাদেশের হয়ে খারাপ করেননি ওপেনার তামিম ইকবাল। ৫৮ বলে করেছেন ৪৪ রান। স্ট্রাইকরেট দৃষ্টিনন্দন না হলেও অন্যদের তুলনায় বেশ ভালোই। বাউন্ডারি ছিল ৮টি।
দলে না থাকা নিয়ে যাকে নিয়ে বেশি আলোচনা সেই মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটেই এসেছে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস। ৭৬ বলের ইনিংসে তিনি হাঁকান চারটি চার ও এক ছক্কা। যাদের নিয়ে আশা ছিল বেশি সেই লিটন দাস, সৌম্য সরকার, তৌহিদ হৃদয় ছুঁতে পারেনি দুই অঙ্কের রান।
ম্যাচ শেষে তাই বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘লোয়ার অর্ডারে ব্যাটাররা বেশ ভালো করেছে। উইকেট ভালোই ছিল। তবে আমরা সেরা ব্যাটিংটা করতে পারিনি। আমাদের দুই সিনিয়র (তামিম ও রিয়াদ) দারুণ খেলেছেন। তবে তাদের ইনিংস ৮০, ৯০ কিংবা ১০০ও হতে পারত।’
মন্তব্য করুন