

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ড পেসার এডাম মিলনে। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ-২০ ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মিলনে। গত সপ্তাহে এমআই কেপ টাউনের বিপক্ষে ম্যাচে নিজের প্রথম ওভারের তৃতীয় ডেলিভারির সময় ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে খেলতে নামা মিলনে। এসএ-২০ টুর্নামেন্টে বল হাতে ছন্দে ছিলেন তিনি। ১১ উইকেট নিয়েছেন মিলনে।
ইনজুরির কারণে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি ৩৩ বছর বয়সি মিলনে। নিউজিল্যান্ডের জার্সিতে ৫৬ ম্যাচে ৬৫ উইকেট শিকার করেছেন তিনি।
মিলনে ছিটকে পড়ায় হতাশ নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘মিলনের জন্য আমরা সবাই দুঃখিত। বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করতে পরিশ্রম করেছিল সে। এসএ২০ টুর্নামেন্টে তার বোলিং দেখে মনে হয়েছে, সে তার সেরা ফর্ম ফিরে পেয়েছে। বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়া তার জন্য দুর্ভাগ্যজনক। তার দ্রুত সুস্থতা কামনা করি আমরা।’
মিলনের বদলি হিসেবে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার কাইল জেমিসন। পূর্বে ঘোষিত বিশ্বকাপ দলে সফরসঙ্গী ছিলেন জেমিসন। দেশের হয়ে ২৪ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন তিনি।
জেমিসনের বিষয়ে ওয়াল্টার বলেন, ‘এটা দারুণ ব্যাপার, জেমিসন আমাদের সাথে ভারতেই আছে। সে কঠোর পরিশ্রমী এবং অভিজ্ঞতা আছে।’
মন্তব্য করুন