

বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। এই খবর এখন পুরোনো। কেননা, আইসিসি ইতোমধ্যে বাংলাদেশের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডের নামও ঘোষণা করে ফেলেছে। তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান। শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন করে এসেছে তারা। শুধু তাই নয়? বাংলাদেশের প্রতি এমন অন্যায় সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদস্বরূপ এখন কীভাবে আইসিসির ক্ষতি করা যায় বা কোন ভাষায় প্রতিবাদ করবে- সেই ছক কষছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
শোনা যাচ্ছে, বাংলাদেশের মতো পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে। আরেকটি সূত্রে জিও সুপার জানাল, শুধু ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কট করতে চায় তারা। অর্থাৎ একটি ম্যাচ খেলবে না টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নরা।
আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে। সালমান আগার দল তাদের গ্রুপের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতে। বোর্ডের ভেতরের সূত্র জানিয়েছে, তারা প্রতিবাদের নানা ধরন যাচাই করছে এবং সব রাস্তাই খোলা রেখেছে, সেটা হতে পারে টুর্নামেন্টে অংশগ্রহণ না করা-ও। সূত্রগুলো উল্লেখ করেছেন, ভারত ম্যাচ বয়কট করেও আইসিসিকে ক্ষতির মুখে ফেলার কথাও ভাবছে তারা। সেক্ষেত্রে দুই পয়েন্ট হারাতে দ্বিতীয়বার ভাবছে না পাকিস্তান।
সবকিছু ঠিক থাকলে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সোমবার (২২ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বসবেন। সেখানে ফেডারেল সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইবেন তিনি। তারপরই চূড়ান্ত ঘোষণা দেবেন, তারা বিশ্বকাপ খেলতে পাকিস্তান দলকে পাঠাবেন নাকি পাঠাবেন না! নাকি শুধু ভারত ম্যাচ বয়কট করবে তারা! পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় এখন গোটা ক্রিকেট দুনিয়া।
যদিওবা পাকিস্তান ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে।
মন্তব্য করুন