বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে হঠাৎ সুযোগের পর বড় সংকটে স্কটল্যান্ড

স্কটল্যান্ড ক্রিকেট দল। পুরোনো ছবিৎ
স্কটল্যান্ড ক্রিকেট দল। পুরোনো ছবিৎ

শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেলেও প্রস্তুতির ঘাটতি ও প্রশাসনিক জটিলতায় বড় চাপে পড়েছে স্কটল্যান্ড ক্রিকেট দল। ভিসা জটিলতা, নির্দিষ্ট বিশ্বকাপ জার্সির অনুপস্থিতি এবং এখনো স্পন্সর নিশ্চিত না হওয়ায় টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে স্কটিশদের।

বিশেষ করে পাকিস্তানি বংশোদ্ভূত পেসার সাফিয়ান শরিফসহ কয়েকজন খেলোয়াড়ের ভিসা প্রক্রিয়া এখন সময়ের বিরুদ্ধে দৌড়ের মতো হয়ে দাঁড়িয়েছে। তবে এসব প্রতিবন্ধকতার মধ্যেও নির্ধারিত সময়ের মধ্যে ভারতে পৌঁছাতে পারবে দল এমন আশাবাদ জানিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড।

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডে ব্যস্ততা বেড়েছে বহুগুণ। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টুর্নামেন্টে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ সরে দাঁড়ানোর পর আইসিসি শনিবার স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করে।

র‍্যাঙ্কিংয়ে টুর্নামেন্টে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে এগিয়ে থাকায় স্কটল্যান্ডকে এই সুযোগ দেয় আইসিসি। এরপর থেকেই সংস্থার প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তার কাছ থেকে আনুষ্ঠানিক যোগাযোগ পাওয়ার পর ক্রিকেট স্কটল্যান্ডের কর্মকর্তারা টানা কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।

ভিসা ছাড়াও প্রস্তুতির আরেক বড় সংকট হচ্ছে নতুন বিশ্বকাপ কিট ও স্পন্সর। নির্দিষ্ট বিশ্বকাপ জার্সি এখনো হাতে আসেনি এবং বড় কোনো স্পন্সরও চূড়ান্ত হয়নি। স্কটিশ বোর্ড দ্রুত একজন প্রধান স্পন্সর যুক্ত করার চেষ্টা চালাচ্ছে। হাতে সময় খুবই সীমিত—মাত্র এক সপ্তাহের মধ্যে এসব বিষয় চূড়ান্ত করতে হবে।

সবকিছু সময়মতো না হলে স্কটল্যান্ডকে নিয়মিত ঘরোয়া জার্সিতেই বিশ্বকাপে খেলতে হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

বিশ্বকাপে মূলত বাংলাদেশের নির্ধারিত সূচিই পেয়েছে স্কটল্যান্ড। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা তাদের। আপাতত সেই ম্যাচসূচি পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

হঠাৎ পাওয়া এই সুযোগের সঙ্গে লজিস্টিক চাপ, কাগজপত্রের জটিলতা এবং প্রস্তুতির সীমাবদ্ধতা—সব মিলিয়ে স্কটল্যান্ডের সামনে এখন বড় পরীক্ষা, মাঠে নামার আগেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১০

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১১

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১২

কে এই তামিম রহমান?

১৩

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৪

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৫

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৬

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৭

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

১৮

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

১৯

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

২০
X