নানা নাটকীয়তার পর অবশেষে হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা। তবে তার আগেই বিভিন্ন সূত্রের মারফত জানা গেল তামিম ইকবালের বাদ পড়ার খবর। বিশ্বকাপে খেলা হচ্ছে না নিজেকে ‘হাফফিট’ দাবি করা তামিমের। একই দিনে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার নাসিফ ইকবালকেও অব্যাহতি দিয়েছে বিসিবি। তামিম ইকবালের বড় ভাই এবং বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের অন্যতম এই নায়ককেও ছাড়তে হলো দায়িত্ব।
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের টিম লিস্টে ম্যানেজার হিসেবে স্বাক্ষর করেছিলেন নাফীস ইকবাল। কিন্তু তার কিছু সময় পরই ড্রেসিংরুম থেকে বেরিয়ে যান তিনি। একই সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের ড্রেসিংরুমেও জায়গা হচ্ছে না তার। খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বকাপে দলের সঙ্গে থাকছে না জানার পরই টিম ছেড়ে বাসায় ফিরে গেছেন নাফীস। তবে বিষয়টি নিয়ে বিসিবি কিংবা নাফীস কেউই কথা বলতে রাজি হয়নি। আগামীকাল বিশ্বকাপের উদ্দেশে ঢাকা থেকে ভারতে রওনা দেওয়া দলের ম্যানেজার হবেন নতুন কেউ।
গত দুই বছর ধরেই জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে গেছেন নাফীস। ২০২১ সালে ডিসেম্বরে পাকিস্তান সিরিজ দিয়ে এ পদে কাজ শুরু করেন তিনি। মাঝে দু’একটা সিরিজে অন্যপদে থাকলেও দলের ম্যানেজারের ভূমিকায় সব সময় দেখা গেছে সাবেক এ ক্রিকেটারকে।
নাফীস ইকবাল বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে। নাফীস ইকবাল দেশসেরা ওপেনার তামিম ইকবালের বড় ভাই। ছোট ভাইয়ের মতো নাফীসও ক্রিকেট ক্যারিয়ারে খেলেছেন ওপেনিং পজিশনে।