বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০১:১৪ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-অস্ট্রেলিয়ার দেড়শতম লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব  

সমর্থকদের মধ্যেও এই ম্যাচ নিয়ে রয়েছে অনেক উচ্চাশা। ছবি: সংগৃহীত
সমর্থকদের মধ্যেও এই ম্যাচ নিয়ে রয়েছে অনেক উচ্চাশা। ছবি: সংগৃহীত

নিজেদের মাটিতে বিশ্বকাপ শুরু তবে এখনো মাঠে নামা হয়নি আয়োজক ভারতের, একজন ভারতীয় সমর্থক কিংবা ক্রিকেট ভক্ত হিসেবে হয়তো অপেক্ষাটা আপনার কাছে অনেক বেশি তবে সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে আজ, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে চেন্নাইয়ে দুপুর ২.৩০ মিনিটে মাঠে নামছে স্বাগতিকরা। ভারত বিশ্বকাপে এখন পর্যন্ত হওয়া ম্যাচের মধ্যে এই ম্যাচকে নিয়েই আগ্রহ সবচেয়ে বেশি।

ওয়ানডেতে ভারত ও অস্ট্রেলিয়া প্রথম মুখোমুখি হয়েছিল ১৯৮০ সালে। সেই থেকে এখন পর্যন্ত ১৪৯টি ওয়ানডে খেলেছে তারা। যেখানে জয়ের পাল্লাটা ভারী অজিদের দিকে। ৫৬ ম্যাচে হারের বিপরীতে ৮৩ ওয়ানডেতে জয় পেয়েছে কামিন্স-স্টার্করা। রোববারের ম্যাচটি হবে দুদলের মধ্যকার ১৫০তম ওয়ানডে। ক্রিকেট ইতিহাসে এটা এক প্রকার রেকর্ড।

সর্বশেষ পাঁচ দেখায়ও এগিয়ে অস্ট্রেলিয়া। যেখানে অজিদের তিন জয়ের বিপরীতে ভারতের জয় দুটি।

আজকের ম্যাচ অবশ্য শুরু হবে দুপুর আড়াইটায়। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় এবারের আসরের সব থেকে ফেবারিট দল ভারত। শক্তিমত্তার দিক থেকেও রোহিত শর্মারা অন্য দলগুলোর চেয়ে এগিয়ে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং থেকে শুরু করে চেনা কন্ডিশনে খেলা হওয়ায় তাদেরকেই এগিয়ে রাখছে বিশ্লেষকরা। তবে প্রথম ম্যাচে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে ভারত। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় আজকের ম্যাচে ওপেনার শুভমান গিলের খেলা নিয়ে আছে শঙ্কা। তবে অধিনায়ক রোহিত তার জন্য অপেক্ষা করবেন বলেই জানা গেছে। এদিকে শুভমান না থাকলেও ভারতের ব্যাটিং লাইনআপ যেকোনো বোলিং অ্যাটাককে পাল্লা দেওয়ার মতো।

অধিনায়ক রোহিত ছাড়াও বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিষাণ, শ্রেয়াস আইয়্যাররা ব্যাট হাতে প্রতিপক্ষের জন্য হয়ে ওঠতে পারেন ভয়ংকর। এ ছাড়া ঘরের মাটিতে মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন সবসময়ই ভালো করে এসেছেন।

অস্ট্রেলিয়াও যে কম শক্তিশালী দল তা নয়, তাদেরও আছে লম্বা ব্যাটিং লাইনআপ, একই সঙ্গে ভয়ানক বোলিং ডিপার্টমেন্ট। তবে মাঠের ক্রিকেটটা শুধু ক্রিকেটারদেরই খেলা লাগবে। পরিসংখ্যান, খ্যাতিসম্পন্ন খেলোয়াড়, তারকা কোচ, সুযোগ-সুবিধা এইসব কিছুর সঙ্গে দিনের ক্রিকেটের কোনো সম্পর্ক থাকবে না।

ভারতের কোচ রাহুল দ্রাবিড় বলেন, সত্যি বলতে একবার খেলা শুরু হয়ে গেলে দলটা অধিনায়কের। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও তার। যা করার ক্রিকেটারদেরই করতে হবে। ওদের সবকিছু (পরিকল্পনা) কার্যকর করতে হবে। তিনি বলেছেন, প্রতিযোগিতা শুরু হওয়ার পর কোচ হিসেবে আমি দলের জন্য রান করতে পারব না। উইকেটও নিতে পারব না, যা করার ছেলেদেরই করতে হবে। আমরা কোচেরা শুধু ক্রিকেটারদের সমর্থন করতে পারি। ওদের পাশে থাকতে পারি।’ তবু মনে করিয়ে দিতে চান, কোচ হিসেবে তিনি খেলার সময় কোনো সাহায্য করতে পারবেন না। মাঠে ক্রিকেটারদেরই লড়াই করতে হবে। জয়ের জন্য ঝাঁপাতে হবে। প্রতিটি রানের জন্য বা উইকেটের জন্য চেষ্টা করতে হবে। রোহিতের নেতৃত্বের প্রতি যে তার পূর্ণ আস্থা রয়েছে, তাও জানিয়েছেন দ্রাবিড়।

সবকিছু এখন অপেক্ষা, মাঠে নেমে দেখার অপেক্ষা দুই দল ঠিক কতটুকু নিজেদের সেরাটা দিতে পারে। রেকর্ড দেড়শ তম ম্যাচে তো বটে বিশ্বকাপের শুরুটাও দুই দলই চাইবে জয় দিয়ে শুরু করতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X