ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১১:২২ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে চাপে থাকবে ভারত : সুজন     

খালেদ মাহমুদ সুজন। ছবি: সংগৃহীত
খালেদ মাহমুদ সুজন। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য ছিল সেমিফাইনাল খেলা। সেই লক্ষ্যে শুরুটা আফগানদের বিপক্ষে জয় দিয়ে হলেও, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরের দুই ম্যাচ বড় ব্যবধানে হেরে টাইগার ক্রিকেটারদের সেই লক্ষ্য এখন অনেক দূরে। নিজেদের চতুর্থ ম্যাচে সাকিব আল হাসানের দল মুখোমুখি হবে এই আসরের শিরোপার সবচেয়ে বড় দাবিদার স্বাগতিক ভারতের। স্বাভাবিকভাবে লিটন-মিরাজদের জন্য কঠিন পরীক্ষা হতে যাচ্ছে ওই ম্যাচ। তবে ওই ম্যাচে স্বাগতিক ভারতকেই চাপে দেখছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর বলেন, ‘আমার মনে হয়, আমাদের চেয়ে ভারতের ওপরই বেশি চাপ থাকবে। আমরা গোছানোর সময় পাব। গত ৭ দিনে ৩ ম্যাচ খেলেছি। পরের ২৯ দিনে খেলব ৬ ম্যাচ। পরের ম্যাচ ৬ দিন পর। নতুন করে চিন্তাভাবনা করার সময় পাব। আমাদের হারানোর কিছু নেই। নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের সাহস নিয়ে খেলতে হবে। আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। আগ্রাসী আচরণ না থাকলে এই লেভেলে খেলা কঠিন।’

বাংলাদেশ পরাজয়ের বৃত্তে থাকলেও টানা তিন ম্যাচে জিতেছে ভারত। আজ আহমেদাবাদে হাইভোল্টেজ ম্যাচে রোহিত শর্মারা ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। দুর্দান্ত ফর্মে আছে টিম ইন্ডিয়ার প্রত্যেকে। তবে সেসব নিয়ে ভাবছেন না সুজন। অতীতের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি, ‘বাংলাদেশ এর আগে সবাইকে হারিয়েছে, হোক দেশের মাটিতে কিংবা বাইরে। নিউজিল্যান্ডকে ওদের মাঠে টেস্টে হারিয়েছি। আমরা পারি না তা নয়। পারফরম্যান্সের সমন্বয় হচ্ছে না, যেটা আমাদের খুব দরকার। ব্যাটিংয়ে জ্বলে ওঠা দরকার, সঙ্গে বোলিংও। বলব না বোলাররা খারাপ করছে। তবে লক্ষ্য কম হলে এপ্রোচ বদলে যায়, তখন ওরাও ভুল করে। এখন উইক জোন বললে ব্যাটিং।’

সুজনের কাঠগড়ায় কেবল দলের ব্যাটাররা। টপ অর্ডারদেরই বড় দায়িত্ব রাখার কথা বলছেন সাবেক এই টাইগার ক্রিকেটার। যার মাধ্যমে বাংলাদেশ কামব্যাক করার সুযোগ রয়েছে বলে বিশ্বাস তার, ‘আমরা ব্যর্থ হয়েছি। মূলত টপ অর্ডার ব্যর্থ হয়েছে, এটা একটা বড় ব্যাপার। এখনও আমরা বিশ্বাস করি এই জায়গা থেকে কামব্যাক করতে পারব। টপ অর্ডারদের ঘুরে দাঁড়ানো দরকার। আমাদের সামর্থ্য আছে, দেখা যাক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী

১০

নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক / ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা

১১

ঘাস খাওয়ায় গরুর পায়ের রগ কাটল প্রতিবেশী

১২

রেস করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

১৩

কবিতা-গানের মনোমুগ্ধময় সন্ধ্যা― ‘আমার মুক্তি আলোয় আলোয়’

১৪

রেফারি বিতর্ক নিয়ে বার্সাকে ফের আক্রমণ রিয়াল সভাপতির

১৫

লেবাননে আবারও ইসরায়েলি হামলা

১৬

সাতক্ষীরা-৩ / আশ্বাস পেয়ে গণসংযোগে ব্যস্ত ডা. শহিদুল আলম

১৭

বিএনপির সাথে বৈঠক / খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

১৮

বরিশালের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ জন, তিনটিতে একক প্রার্থী

১৯

কতজন প্রবাসী পোস্টাল ব্যালটের নিবন্ধন করেছেন জানাল ইসি

২০
X