ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনজুরি আক্রান্ত নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংস উদ্বোধন করতে নেমে ভারতের বিপক্ষে প্রথম পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬৩ রান তুলেছেন লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতে সাবধানী ব্যাটিং শুরু করে বাংলাদেশ। সময়ের সাথে সাথে ব্যাটে ঝড় তুলতে শুরু করেন বাঁ-হাতি ওপেনার তানজিদ তামিম। তামিম ৪০ এবং লিটন ২২ রানে ক্রিজে আছেন।
বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ জয়টা গুরুত্বপূর্ণ। তবে এমন ম্যাচে খেলছেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে টস করতে আসেন ভাইস ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। সাকিব না খেলায় একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। পেসার তাসকিনের পরিবর্তে একাদশে ফিরেছেন আরেক পেসার হাসান মাহমুদ। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে ভারত।
মন্তব্য করুন