আগের ম্যাচেই প্রোটিয়াদের সাথে রূপকথা উপহার দিয়েছে ডাচরা। আজ লখনৌতে শ্রীলঙ্কার সাথেও ছিল একই পরিকল্পনা তবে লঙ্কান বোলারদের ছিল অন্য পরিকল্পনা। দিলশান মাদুশঙ্কা এবং কাসুন রাজিথার তোপে ৯১ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে নেদারল্যান্ডস। তবে সেখানে যখন ১৫০ তোলা নিয়ে সংশয় সেখান থেকে নেদারল্যান্ডসকে ম্যাচে ফিরিয়েছেন লোগান ফন বিক এবং সাইব্রান্ড এঙ্গেলব্রেখট। দুজনের ১৩০ রানের জুটিতে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে নেদারল্যান্ডস।
শনিবার (২১ অক্টোবর) বিশ্বকাপের গ্রুপ পর্বের ১৯তম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। লখনৌর অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে ৪৯.৪ ওভার ২৬২ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। ডাচদের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন সাইব্রান্ড এঙ্গেলব্রেখট। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৪টি করে উইকেট নেন দিলশান মাদুশঙ্কা ও কাসুন রাজিথা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। মাত্র ৪ রানেই ফিরেছেন ওপেনার বিক্রমজিত সিং। ম্যাক্স ও’ডাউদকে ফিরিয়েছেন কাসুন রাজিথা। ভালো শুরু পেয়েও কাজে লাগাতে পারেননি কলিন অ্যাকারম্যান। ৩১ বলে ২৯ রান করে ফিরেছেন তিনি।
বাস ডি লিডি এবং তেজা নিদামানুরুকে ফিরিয়েছেন মাদুশঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের নায়ক ডাচ অধিনায়ককে দুর্দান্ত এক বলে বোল্ড করেন মহেশ থিকশানা। ৯১ রানে ৬ উইকেট হারিয়ে যখন বিপর্যয়ে ডাচরা, তখন ত্রাণকর্তা হয়ে আসেন ফন বিক। এঙ্গেলব্রেখটকে নিয়ে গড়েন ১৩০ রানের বিশাল জুটি।
দুজনের জুটি ভাঙে ৭০ রান করে এঙ্গেলব্রেখট ফেরায়। রাজিথার বলে আউট হওয়ার আগে ফন বিক করেন ৫৯ রান। তাতে ২৬২ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে চারটি করে উইকেট নিয়েছেন রাজিথা এবং মাদুশঙ্কা। একটি উইকেট পেয়েছেন থিকশানা।
মন্তব্য করুন