শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১০:২৯ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ ইংল্যান্ডের

ভারতের কাছে বড় পরাজয় ডিপেন্ডেন্ট চ্যাম্পিয়নদের। ছবি: সংগৃহীত
ভারতের কাছে বড় পরাজয় ডিপেন্ডেন্ট চ্যাম্পিয়নদের। ছবি: সংগৃহীত

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। আসরের শুরুর আগে কত আশা ছিল- তাদের নিয়ে ধারণা করা হচ্ছিল অস্ট্রেলিয়ার পর প্রথম দল হবে যারা শিরোপা ধরে রাখতে সক্ষম হবে কিন্তু টুর্নামেন্ট শুরু থেকেই খাপছাড়া ২০১৯ সালের শিরোপা জয়ী দল ইংল্যান্ড। একমাত্র বাংলাদেশ বাদে বাকি চার ম্যাচে হেরে এবারের আসর থেকে বাদ পড়ার শঙ্কায় ছিল তারা। টিকে থাকতে হলে ভারতের কাছে জয় বাদে অন্য কোনো অপশন ছিল না কিন্তু তা করে দেখাতে পারল না জো রুট-মঈন আলীরা। ফল ভারতের কাছে ১০০ রানের পরাজয়। এতে করে গাণিতিকভাবে টিকে থাকলেও কার্যত ইংলিশদের বিশ্বকাপের স্বপ্ন এখানেই শেষ।

লখনৌর একানা স্টেডিয়ামে রোববার (২৯ অক্টোবর) ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়েছে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে রোহিত শর্মার ব্যাটে ভর করে ৯ উইকেট হারিয়ে ২২৯ রানের স্বল্প সংগ্রহ পায় ভারত। জবাবে বুমরাহ-শামি জুটির বোলিং দাপটে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। ক্রিস ওকস ও ডেভিড উইলির বোলিংয়ে মাত্র ৪০ রান তুলতে ৩ উইকেট হারায় ভারত। শুভমান গিল ৯ ও শ্রেয়াস আইয়ার ৪ রান করলেও এদিন ডাক মারেন বিরাট কোহলি।

কেএল রাহুলের সঙ্গে ৯১ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেন অধিনায়ক রোহিত শর্মা। ৫৮ বলে ৩ চারে ৩৯ রান করে উইলির শিকারে পরিণত হন রাহুল। রাহুলের বিদায়ের পর সূর্যকুমারের সঙ্গে জুটি গড়েন রোহিত। এই জুটিতে ৩৩ রান যোগ করেন তারা।

কঠিন উইকেটে ইংল্যান্ডের বোলিং দারুণ সামলেছেন রোহিত। ১০১ বলে ১০ চার ও ৩ ছয়ে ৮৭ রান করে আদিল রশিদের শিকারে পরিণত হন ভারত অধিনায়ক।

রোহিতের বিদায়ের পর আশা যাওয়ার মিছিলেই বিশ্বকাপে প্রথম অর্ধশতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন সূর্যকুমার। কিন্তু ৪৭ বলে ৪৯ রান করে উইলির শিকারে পরিণত হন তিনিও। জাসপ্রীত বুমরাহ শেষের দিকে ১৬ রান করেন।

ইংল্যান্ডের পক্ষে ডেভিড উইলি ১০ ওভারে ২ মেডেনসহ ৪৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। ক্রিস ওকস ও আদিল রশিদ ২টি করে উইকেট শিকার করেন। মার্ক উডের ভাগ্যে জোটে ১টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি ইংল্যান্ড। মালান ও জনি বেয়ারস্টোর ওপেনিং জুটিতে ৩০ রান আসে। ১৭ বলে ১৬ রান করা মালান বুমরাহর বলে বোল্ড হতেই ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। মালানকে ফেরানোর পরের বলেই রুটকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। ব্যাটিং অর্ডার এগিয়ে নিয়ে চার নম্বরে নেমেছিলেন বেন স্টোকস। কিন্তু ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই অলরাউন্ডার। মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে যান। পাওয়ার প্লের ১০ ওভার শেষ হওয়ার আগে জনি বেয়ারস্টোর উইকেটও হারায় ইংল্যান্ড। দুরন্ত মোহাম্মদ শামির বলে বোল্ড হওয়ার আগে ২৩ বলে ১৪ রান করেন বেয়ারস্টো। ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে তখন কাঁপছে ইংল্যান্ড।

কাছাকাছি অবস্থা থেকে ভারতকে রোহিত উদ্ধার করলেও ইংল্যান্ডকে উদ্ধার করতে ব্যর্থ জস বাটলার। ১০ রান করেই কুলদিপ যাদবের বলে বোল্ড হয়ে যান তিনি। ইংল্যান্ডের স্কোর তখন ৫ উইকেটে ৫২!

একশর নিচে অলআউট হওয়ার শঙ্কায় থাকা ইংল্যান্ড মঈন আলী ও লিয়াম লিভিংস্টোনের ২৯ রানের জুটিতে কিছুটা শক্তি পায়। কিন্তু ১৫ রান করা মঈনকে ফিরিয়ে ফের উল্লাসে মাতেন শামি। তখন তার বোলিং ফিগারটা দেখার মতন, ৬ রানে ৩ উইকেট!

দলীয় ৯৮ রানে ক্রিস ওকস (১০) ও লিভিংস্টোনের (২৭) উইকেট হারায় ইংল্যান্ড। ওকসকে ফেরান জাদেজা আর ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরার লিভিংস্টোনকে ফেরান কুলদীপ যাদব।

ডেভিড উইলি ও আদিল রশিদ মিলে ২৪ রানের জুটিতে একশ পার করিয়ে দেন ইংল্যান্ডকে। ১২২ রানের মাথায় ১৩ রান করা রশিদকে বোল্ড করেন শামি। আরে ১২৯ রানে উডকে দারুণ এক ইয়োর্কারে বিদায় করেন জাসপ্রীত বুমরাহ।

ভারতের পক্ষে মোহাম্মদ শামি ৭ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। বুমরাহ ৩২ রানে শিকার করেন ৩ উইকেট। ২টি উইকেট শিকার করেন কুলদীপও। বাকি উইকেটটি গেছে রবীন্দ্র জাদেজার ঝুলিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১০

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১১

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১২

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৩

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৪

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৫

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৬

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৭

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৮

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৯

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

২০
X