বিশ্বকাপ ক্রিকেটের ত্রয়োদশ আসরে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে নিঃসন্দেহে ধরা যায় ভারত ক্রিকেট দলকে। এখন পর্যন্ত বিশ্বকাপের একমাত্র অপরাজিত দলও ভারত। টানা আট জয়ের পরে এবার প্রথম পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামেছে তারা। তুলনামূলক দুর্বল ডাচ বাহিনীর বিপক্ষেও জয় পেতে মুখিয়ে রয়েছে দলটি।
কিউইদের বিপক্ষে সেমিফাইনালের আগে আজ নিজেদের বাজিয়ে দেখতে চাইবে তারা। অন্যদিকে সেমির লড়াই থেকে ছিটকে গেছে আগেই নেদারল্যান্ডস। কিন্তু এই ম্যাচটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। সেরা আট দলের মধ্যে থেকে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে এই ম্যাচে ভারতের জয়রথ থামাতে হবে তাদের।
শেষ ম্যাচে দুই দলই নামছে অপরিবর্তিত স্কোয়াড নিয়ে।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, জসপ্রিত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
নেদারল্যান্ডস একাদশ
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ওয়েসলি বারেসি, ম্যাক্স ও'ডাউড, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিড, তেজা নিদামানুরু, লগান ফন বিক, রোয়েলফ ফন ডার মেরওয়ে, আরিয়ান দত্ত ও পল ফন মিকারেন।
মন্তব্য করুন