আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে ভারত। মিচেল স্টার্কের করা প্রথম ওভারে রক্ষাণত্মক শুরু করেন রোহিত শর্মা। তবে জশ হ্যাজেলউডের পরের ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই চার হাঁকান ভারত অধিনায়ক।
ইনিংসের চতুর্থ ওভারে আবারও অজি পেসারের ওপর চড়াও হন রোহিত। তার করা পঞ্চম ও শেষ বলে ছক্কা ও চার মারেন হিটম্যান। তবে নিজের তৃতীয় ওভারে অস্ট্রেলিয়াকে সাফল্য এনে দেন স্টার্ক। দ্বিতীয় বলে ওপেনার শুভমান গিলকে সাজঘরে ফেরত পাঠান এই বাঁহাতি পেসার। আউট হওয়ার আগে ৭ বলে ৪ রান করেন ভারত ওপেনার।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৮ সংগ্রহ করেছে ভারত।
মন্তব্য করুন