রায়হান রাসেল
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আদৌ কি আলোর মুখ দেখবে তদন্ত রিপোর্ট

মাহাবুবুল আনাম (বাঁয়ে), এনায়েত হোসেন সিরাজ (মাঝে) ও আকরাম খান। ছবি : সংগৃহীত
মাহাবুবুল আনাম (বাঁয়ে), এনায়েত হোসেন সিরাজ (মাঝে) ও আকরাম খান। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ব্যর্থতা খতিয়ে দেখতে তিন পরিচালককে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আহ্বায়ক এনায়েত হোসেন সিরাজের সঙ্গে কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন মাহাবুবুল আনাম ও আকরাম খান। কিন্তু প্রশ্ন উঠেছে আদৌ কি তদন্ত শেষ করতে পারবেন তারা। আর পারলেও কি প্রকাশ পাবে তাদের রিপোর্ট। আর সেই রিপোর্ট থেকে কি আসবে যুগান্তকারী কিছু সিদ্ধান্ত।

প্রশ্ন গুলো আসার কারণও আছে। এর আগে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার কারণ অনুসন্ধানে একইভাবে গঠন করা হয়েছিল তদন্ত কমিটি। সেই কমিটিরও প্রধান ছিলেন এনায়েত হোসেন সিরাজ। এবারও এমন কিছুর আশঙ্কা রয়েছে। যদিও তদন্ত কমিটির সদস্য আকরাম খানের দাবি অতীতের মতো ব্যর্থ হবে না তাদের তদন্ত। বাংলাদেশ দলের ব্যর্থতা খুব কাছ থেকে দেখেছেন বিশ্বকাপের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার কাছে ভরাডুবির কারণ জানতে চাওয়া হলে, তিনি বলেছিলেন ক্রিকেটাররা ভালো খেলতে পারেনি।

কয়েক দিন আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ আর প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট বোর্ড সভাপতির কাছে সরাসরি মেইল করেছেন। কার্যনির্বাহী পরিষদের পরের সভায় এই দুজনের রিপোর্ট নিয়ে আলোচনা হবে। সে আলোচনায় নতুন মাত্র যোগ করবে সদ্য গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট। নতুন এই তদন্ত কমিটি কোন দিকে ফোকাস করবে। আর কাদের সঙ্গেই বা কথা বলবে।

হাথুরুসিংহে ব্যস্ত থাকবেন নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। চুক্তির মেয়াদ পূর্ণ করে বিদায় নিয়েছেন পেস বোলিং কোচ ও স্পিন বোলিং কোচ। তারা নিশ্চয়ই নিজেদের ব্যর্থ হিসেবে প্রমাণ করতে চাইবেন না। আর ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ নিয়ে। আর রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন সাকিব আল হাসান। তবে কি গণমাধম্যে প্রকাশিক প্রতিবেদনগুলো পর্যালোচনা করে দায় সারবে তদন্ত কমিটি। তবে তা মানতে চাইছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান। গভীরে প্রবেশ করে ব্যর্থতার আসল কারণ খুঁজে বের করতে চায় তাদের তদন্ত কমিটি।

আসলে যে কোনো তদন্ত কমিটি গঠন করার পর তার প্রথম প্রতিক্রিয়া এমনই থাকে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে পাতানো খেলার মতো লোক দেখানো তদন্তের কথাও মানুষ ভুলে যায়। কাজেই বারবার একটি প্রশ্ন সামনে আসে, আদৌ কি আলোর মুখে দেখবে তদন্ত রিপোর্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে শিশু নিহত

আর্জেন্টিনার বিশ্বকাপ দল প্রস্তুত, মেসিকে নিয়ে যা জানালেন কোচ

যুবককে গুলি করে হত্যা

গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে

পরিত্যক্ত খামার থেকে রাশিদুলের মাথার খুলি ও হাড় উদ্ধার

ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

আগুনে পুড়ল ৬ ঘর

আ.লীগ নেতা এখন জামায়াত ইসলামীর ওয়ার্ড আমির

অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মার্টিন

ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর

১০

বাংলাদেশের দেয়া চিঠির জবাব কবে দিচ্ছে আইসিসি, জানাল বিসিবি

১১

বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১২

বাংলাদেশ ইস্যুতে আজ ভারত-আইসিসির বৈঠক, আলোচনা হবে যেসব বিষয়

১৩

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

কেমন থাকবে আজকের ঢাকার তাপমাত্রা

১৬

ভেনেজুয়েলার মতো কৌশল কি ইরানের ক্ষেত্রেও খাটাবে যুক্তরাষ্ট্র?

১৭

আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই : সেলিমুজ্জামান

১৮

১১ জানুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

জনগণকে সরকারের পক্ষে নামার আহ্বান ইরানি কর্তৃপক্ষের

২০
X