স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:৩৫ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টির শঙ্কা

সিরিজ জয়ের সুযোগে বাধা হানতে পারে বৃষ্টি। ছবি: সংগৃহীত
সিরিজ জয়ের সুযোগে বাধা হানতে পারে বৃষ্টি। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে বাংলাদেশ। এবার পালা দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে প্রথমবারের মতো কিউইদের মাটিতে সিরিজ জয়ের। তবে নাজমুল হোসেন শান্তর দলের সেই স্বপ্নে বাদ সাধতে পারে বৃষ্টি।

মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০মিনিটে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে থাকা টাইগারদের স্বপ্ন আজকের ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করা তবে শুক্রবার (২৯ ডিসেম্বর) মাঠে নামার আগে বড় বাধা হতে পারে বৃষ্টি।

বাংলাদেশ দলের জন্য মাউন্ট মঙ্গানুই একটি ঐতিহাসিক স্টেডিয়ামই বটে। এখানেই ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে প্রথম টেস্ট ম্যাচ জয় পায় টাইগাররা। আর টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচও এই ভেন্যুতেই। ফলে আজকেই বাংলাদেশ দল চাইবে টাইগার ইতিহাসে এই মাঠকে অমর করে রাখতে।

তবে মাউন্ট মঙ্গানুইয়ের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ রয়েছে বাংলাদেশের জন্য। কারণ, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) থেকেই এখানে বৃষ্টি হচ্ছে। এমনকি শুক্রবারও এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। যদিও ম্যাচ শুরুর আগে আবহাওয়া মোটামুটি ঠিক হয়ে যাবে বলেই জানানো হয়েছে।

দুপুরের পর অবশ্য মাউন্ট মঙ্গানুইয়ের আকাশে বৃষ্টি থামলেও আকাশ পুরোপুরি পরিষ্কার হয়নি। এখনো আকাশে যথেষ্ট মেঘ আছে। যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। তাছাড়া আবাহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার পর থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। ম্যাচটি যেহেতু স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাই মাঠে গড়ানো নিয়ে বেশ শঙ্কা থাকছে।

এদিকে বাংলাদেশ চাইবে আজ যেন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে পারে তারা। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে সহকারী কোচ নিক পোথাস বলেন, 'বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে।'

'আপনি যে বল মোকাবেলা করছেন শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। পরের ২ বল কী হবে তা ভাবতে পারবেন না, কারণ ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না তারা বিশ্বের অন্যতম সেরা দল। এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি।'-আরো যোগ করেন তিনি।

প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পাওয়ায় দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তবে প্রথম ম্যাচের একাদশে বাধ্য হয়েই ইনজুরিতে পরা লিটন দাসের পরিবর্তন নিতে হবে বাংলাদেশকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্রমণকালে ব্যাগে একটি টেনিস বল রাখবেন কেন, জানলে অবাক হবেন

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন : ডা. জাহিদ

২৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’

জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার অনুরোধ

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

১০

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন তারেক রহমান

১১

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

১২

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

১৩

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১৪

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

১৫

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

১৬

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

১৭

যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান

১৮

জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাঙ্গন

১৯

রানার হ্যাটট্রিকও থামাতে পারল না সিলেটকে, শেষ বলে রুদ্ধশ্বাস জয়

২০
X