শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অ্যালেনের বিশ্বরেকর্ডে পাকিস্তানের সিরিজ হার

শতকের পর ফিন অ্যালেন। ছবি : সংগৃহীত
শতকের পর ফিন অ্যালেন। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ফিন অ্যালেন যা করলেন আসলে তার পরেই ম্যাচের চিত্রনাট্য এক প্রকার লেখা হয়েই গিয়েছিল। তার এই অতিমানবীয় ইনিংসের পর আসলে তার পরাজিত দলে থাকা কোনোভাবেই মানায় না। তাকে পরাজিত দলে থাকতে হয়নি। ডানেডিনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বুধবার (১৭ জানুয়ারি) পাকিস্তানকে ৪৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজটি নিজেদের করে নিয়েছে কিউইরা।

ডানেডিনে টস জিতে প্রথমে বোলিং নিলেও পরে সম্ভবত নিজের ভুল সিদ্ধান্ত বুঝতে পারেন পাকিস্তান অধিনায়ক শাহীন আফ্রিদি। প্রথম দুই টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়ে বড় অবদান রাখা ফিন অ্যালেন এই ম্যাচের জন্য সম্ভবত তার সেরাটা লুকিয়ে রেখেছিলেন। প্রথম দুই ম্যাচে ৩৪ ও ৭৪ রান করা অ্যালেন আজকের টি-টোয়েন্টিতে খেলেন ৬২ বলে ১৩৭ রানের অতিমানবীয় ইনিংস। যার মধ্যে ছিল ১৬ ছক্কা। টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের এটি বিশ্বরেকর্ড।

টি-টোয়েন্টিতে এতদিন এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডটি এককভাবে আফগানিস্তানের ব্যাটার হজরতউল্লাহ জাজাইয়ের দখলে ছিল। ২০১৯ সালে এই আফগান ওপেনার আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলার পথে ১৬টি ছয় মেরেছিলেন। এবার অ্যালেন তার রেকর্ডের ভাগ বসালেন।

৪৮ বলে শতক পূর্ণ করেছেন অ্যালেন, যা নিউজিল্যান্ডের পক্ষে এই সংস্করণে তৃতীয় দ্রুততম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ বলে শতক হাঁকিয়ে দ্রুততম শতকের রেকর্ডটি গ্লেন ফিলিপসের দখলে। ২০২০ সালে এই শতক হাঁকিয়েছিলেন। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ২০১৮ সালে ৪৭ বলে শতক হাঁকিয়ে রেকর্ডটা তার আগে দখলে রেখেছিলেন কলিন মুনরো। এই দুটিই ছিল মাউন্ট মঙ্গানুইয়ে।

২২৪ রান তাড়ায় অবশ্য পাকিস্তানকে কখনোই স্বাচ্ছন্দ্যে খেলতে দেখা যায়নি। ওপেনার সাইম আইয়ুব ছিলেন আজ ব্যর্থ। ১৩ বলে ১০ রান করেই টিম সাউদির বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। রিজওয়ান এবং বাবর খানিক প্রতিরোধের চেষ্টা চালিয়েছেন। তবে সেটা ২২৪ রান তাড়া করার মত যথেষ্ট ছিল না। প্রয়োজনের তুলনায় ধীরগতির রানের কারণে পরে ম্যাচও হেরেছে তারা।

ব্যক্তিগত ২৪ আর দলীয় ৬২ রানে রিজওয়ান ফিরে গেলে আরও খানিকটা ধাক্কা খায় পাকিস্তান। থিতু হতে পারেননি ফখর জামানও। ১০০ রানের আগেই তিন হার্ডহিটারকে হারিয়ে বিপদেই পড়ে যায় ম্যান ইন গ্রিনরা।

আজম খান ৭ বলে ১০ রান করে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়েছেন। রানআউটে ফিরে যান ইফতিখার আহমেদ। পাকিস্তানের হার তখন সময়ের ব্যাপার। আসা যাওয়ার এই মিছিলেই অবিচল ছিলেন বাবর আজম। দীর্ঘদিনের রানখরা কাটিয়েছেন এই সিরিজে এসে। তৃতীয় ম্যাচে দলের আর সবাই যখন ব্যর্থ, তখন সাবেক এই অধিনায়কই খেলেছেন ৫০ রানের ইনিংস।

যদিও সেটা খুব বেশি বড় হয়নি। ফিফটির পরেই আউট হন বাবর। ইশ সোধির বলে বাউন্ডারি লাইনে দারুণ ক্যাচ নেন গ্লেন ফিলিপ্স। পাকিস্তানের হয়ে এরপর ব্যবধান কমিয়েছেন মোহাম্মদ নাওয়াজ এবং শাহিন আফ্রিদি। দুজনের ৪০ রানের জুটি দেশের হয়য়ে সপ্তম উইকেটে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জুটি। নির্ধারিত সময়ে পাকিস্তানের স্কোর থামে ১৭৯ রানে। ম্যাচটা তারা হারে ৪৫ রানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

১০

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, অভিযুক্ত দম্পতিকে খুঁজছে পুলিশ

১১

বিগত ১৫ বছর নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল : তারেক রহমান

১২

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ

১৩

বিএনপির আরেক নেতাকে গুলি

১৪

এবার দেশে স্বর্ণের দামে বড় পতন

১৫

এবার পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কট করতে বললেন সাবেক অধিনায়ক

১৬

তারেক রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান সালামের

১৭

চট্টগ্রাম-৫ আসন / মীর হেলালের নির্বাচনী প্রচারণা শুরু

১৮

ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদের দিনভর গণসংযোগ

১৯

অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

২০
X