স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৭:৪৪ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ
বিপিএল দল পর্যালোচনা

হ্যাটট্রিক শিরোপায় চোখ বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার

শিরোপা জয়ের পর কুমিল্লার উল্লাস। ছবি : সংগৃহীত
শিরোপা জয়ের পর কুমিল্লার উল্লাস। ছবি : সংগৃহীত

আগামীকাল (১৯ জানুয়ারি) মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে টুর্নামেন্টের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সবশেষ দুই আসরের চ্যাম্পিয়নরা হ্যাটট্রিক শিরোপা উঁচিয়ে ধরতে বদ্ধ পরিকর। আসর শুরু হওয়ার আগে জেনে নেওয়া যাক বিপিএলের দলগুলো সম্পর্কে। পঞ্চম পর্বে থাকছে রেকর্ড চারবারের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স

আসন্ন বিপিএলে শক্তিশালী স্কোয়াড গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্থানীয় ও বিদেশি বিধ্বংসী সব খেলোয়াড়দের দলে টেনেছে চ্যাম্পিয়নরা। লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়দের পাশাপাশি রশিদ খান, নুর আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও মঈন আলীদের মতো বিশ্বসেরা তারকাদের নিয়ে কাগজে-কলমে শক্তিশালী দল কুমিল্লা। এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে ভিক্টোরিয়ান্স বাহিনী।

হ্যাটট্রিক শিরোপা জয় করতে পরিকল্পনা মাফিক দল গুছিয়েছে কুমিল্লা। গত আসরের শিরোপা জয়ের পর থেকেই পরবর্তী বিপিএলের প্রতি মনযোগ দিয়েছিল ভিক্টোরিয়ান্স। চ্যাম্পিয়ন দলের তিন তারকা লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান এবং স্পিনার তানভীর ইসলামকে ধরে রাখে নাফিসা কামালের দল। পাশাপাশি আগের আসরের দলের নিয়মিত পারর্ফরমার পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন এবং ইংল্যান্ডের মঈন আলীকে সরাসরি চুক্তিতে ধরে রেখেছে চারবারের চ্যাম্পিয়নরা।

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই সমান শক্তিশালী দল কুমিল্লা। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে জুটি বাঁধবেন মোহাম্মদ রিজওয়ান। তবে নিউজিল্যান্ডে পাকিস্তানের সিরিজ চলার কারণে পুরো মৌসুম খেলতে পারবেন না উইকেটকিপার ব্যাটিার। সেক্ষেত্রে ক্যারিবিয়ান ওপেনার জনসন চার্লস অথবা ইমরুল কায়েসকেও লিটনের সেঙ্গ ইনিংস উদ্বোধনে দেখা যেতে পারে।

মিডল অর্ডারে কুমিল্লার বড় নাম তাওহিদ হৃদয়। পাকিস্তানের খুশদিল শাহ, ইফতিখার আহমেদ ছাড়াও ইংল্যান্ডের মঈন আলি রয়েছেন। তাছাড়া একাদশে সুযোগ পেলে বড় ইনিংস খেলার সামর্থ্য রয়েছে টাইগার তরুণ জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কনের। লেয়ার মিডল অর্ডারে চার-ছক্কার বন্যা বইয়ে দিতে পারেন দুই ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন।

কুমিল্লার বোলিং ইউনিটও খুব শক্তিশালী। বাঁহাতি পেসার মুস্তাফিজুরের সঙ্গে মুশফিক হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী রয়েছেন। বিদেশি হিসেবে রয়েছেন পাকিস্তানের জামান খান, ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ডের মতো অভিজ্ঞ পেস বোলার। স্পিন বিভাগেও শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গত আসরের সর্বোচ্চ উইকেটশিকারী তানভীর ইসলাম ছাড়াও জাতীয় দলের লেগ স্পিনার রিশাদ হোসেনও আছেন কুমিল্লার ডেরায়।

বিদেশি কোটায় কুমিল্লার স্কোয়াডে রয়েছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান ও নুর আহমেদ। তাদের পাশাপাশি রয়েছেন ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইন। আরেক উইন্ডিজ অলরাউন্ডার রাহকিম কর্নওয়ালও সংক্ষিপ্ত সংস্করণে বেশ কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম।

একনজরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

স্থানীয় খেলোয়াড়

লিটন দাস, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, তাওহিদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, মুশফিক হাসান ও মোহাম্মদ এনামুল হক।

বিদেশি খেলোয়াড়

মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন, মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান, রাহকিম কর্নওয়াল ও ম্যাথু ফোর্ড।

অধিনায়ক : লিটন কুমার দাস

কোচ : মোহাম্মদ সালাউদ্দিন

মালিকানা : নাফিসা কামাল

গত বিপিএলে অবস্থান : প্রথম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১০

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

১১

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

১২

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৩

যে দুর্গম এলাকায় র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা

১৪

ফের মা হচ্ছেন বুবলী? গুঞ্জনের জবাবে নায়িকার ‘রহস্য’

১৫

২০ লাখ টাকা চাঁদা দাবি, এনসিপি নেতাসহ আটক ৩

১৬

নির্বাচন সুষ্ঠু করার প্রচেষ্টা চলছে : শিল্প উপদেষ্টা

১৭

বিমানবন্দর ও গুলশান-বনানীতে হর্ন বাজালেই কঠোর ব্যবস্থা ডিএমপির

১৮

চট্টগ্রামকে শিক্ষাবান্ধব নগরী গড়তে মেয়র শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে : ডা. শাহাদাত

১৯

শাবিপ্রবিতে ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

২০
X