ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলের পর্দা উঠছে কাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসর। দিনের প্রথম ম্যাচে মিরপুরে মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটায় দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে লিটন দাসের দল। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় লড়বে গত আসরের রানারআপ সিলেট সিক্সার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বরাবরের মতোই এবারও শক্তিশালী কুমিল্লার দল। লিটন, ইমরুল, তাওহীদ হৃদয়, জাকের আলী, মোস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয়, রিশাদ হাসানের মতো তারকারা আছে দলে। সেই সাথে প্রথম ম্যাচেই মাঠে নামবে খুশদিল শাহ, রোস্টন চেজ, ম্যাথিউ ওয়ালটার ফোর্ডের মতো বিদেশিরা। তাইতো জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চান ভিক্টোরিয়ান্স অধিনায়ক লিটন। তবে প্রতিপক্ষ ঢাকাকে যথেষ্ঠ সমীহ করছে চ্যাম্পিয়নরা।

দুর্দান্ত ঢাকার তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলামরাও পরীক্ষিত। তাদের নিয়েই ছক কষছে দুর্দান্ত কিছু করার। বিদেশিদের মধ্যে লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা হতে পারেন এক্স ফ্যাক্টর। কোচ হিসেবে অভিজ্ঞ খালেদ মাহমুদ সুজন তো আছেনই ঢাকার ছায়া হয়ে।

কুমিল্লার অধিনায়ক লিটন দাস বলেছেন, ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সব দলই ভালো। টি-টোয়েন্টি ক্রিকেটে কে ভালো কে খারাপ বলা যাবে না। এটি এমন ফরম্যাট যেখানে ব্যাটে-বলে যারা ভালো করবে তারাই জিতবে। আমাদের শতভাগ ক্রিকেটটাই খেলতে হবে। আমার ওপর অধিনায়কত্বের বড় দায়িত্ব। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। আর কুমিল্লা সেখানে সবচেয়ে সফল দল। আমাদের দলটা অনেক ভারসাম্যপূর্ণ। আশা করি, মাঠে ছেলেরা সেরাটা দেবে।

বিপিএল নিয়ে ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন বলেন, দল নিয়ে আমরা আশাবাদী। মাঠে সেরাটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। কাল যদি বৃষ্টি না হয়, তাহলে আমরা আশা করছি ভালো কিছু করতে পারব। বাকিটা মাঠেই দেখা যাবে।

দিনের দ্বিতীয় ম্যাচে নিশ্চিতভাবে চট্টগ্রামের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে সিলেট সিক্সার্স। দলটি প্রথম ম্যাচ থেকেই অধিনায়ক মাশরাফীকে পাচ্ছে। যেটি নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট। সেই সাথে নাজমুল শান্ত, জাকির হাসান, তানজিম সাকিব, নাজমুল অপু, মোহাম্মদ মিঠুনের মতো তারকারা আছে সিলেটের দলে। তবে সিলেটের ট্রম্পকার্ড হতে পারেন বিদেশি ক্রিকেটাররা। বেন কাটিং, বেনি হাওয়েল, হ্যারি টেকটর, সামিত প্যাটেলের মতো অলরাউন্ডার পুরো আসরজুড়ে থাকবে দলের সাথে।

দলটির সহঅধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, বিদেশিরা আমাদের বড় শক্তির জায়গাও। দলের পরিবেশের সাথে মানিয়ে নিয়ে ভালোটা খেলতে পারলেই জয় আসবে।

এদিকে, নামের বিচারে বড় কোনো তারকা নেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তানজিদ তামিম, শাহাদাত দিপু, সৈকত আলী, শুভাগত হোম, আল আমিন হোসেনের মতো ক্রিকেটাররা দলের মূল ভরসা। বিদেশিদের মধ্যে মার্টিস ক্যাম্পফার, বিলাল খান, ফিল সল্ট, মোহাম্মদ হারিসরা ইতোমধ্যেই যোগ দিয়েছেন দলের সাথে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়াবহ আগুনে তুলার মিল পুড়ে ছাই

২১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

১০

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

১১

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১২

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

১৩

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

১৪

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

১৫

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

১৬

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

১৭

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১৮

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১৯

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

২০
X