নিউজিল্যান্ডের ক্রিকেট কিংবদন্তি ব্রেন্ডন ম্যাককলাম ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই আক্রমণাত্মক ক্রিকেটের নতুন এক ব্র্যান্ড সামনে নিয়ে আসে ইংলিশরা। ভয়ডরহীন এই ক্রিকেটের নাম ভক্তরা দেয় বাজবল হিসেবে। প্রতিপক্ষ যাই হোক না কেন ইংলিশরা এই বাজবল কৌশল থেকে বের হয়ে আসেনি তবে প্রশ্ন উঠেছিল সব কন্ডিশনে বাজবলের গ্রহণযোগ্যতা নিয়েও। বিশেষ করে ভারতে ‘বাজবল’ কতটা সফল হবে তা দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট বিশ্ব। তবে প্রথম দেখায় বলতেই হবে ভারতের সামনে বাজবল পরাস্তই হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) হায়দরাবাদে রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ২৪৬ রান। জবাবে ভারত দিনের শেষে এক উইকেট হারিয়ে তুলল ১১৯ রান।
ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিকল্পনা ছিল আগ্রাসী ক্রিকেট খেলে ভারতের ছন্দ নষ্ট করে দেওয়ার। শুরুর আট ওভারে পেস বোলারদের বলে তাই করছিলেন দুই ইংলিশ ওপেনার। সেই সময় প্রায় ৫ রান প্রতি ওভার করে তোলা রান অবশ্য স্পিনাররা বল করতে আসতেই থেমে যায়।
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধে এই ভাবে টেস্ট খেলে সাফল্যও পেলেও বিশেষজ্ঞদের সন্দেহ ছিল ভারতের মাটিতে এভাবে খেলা সম্ভব কি না। ভারত স্পিন সহায়ক পিচে সেই আশঙ্কাই সত্যি হল। যার প্রমাণ ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৪৬ রানে শেষ হওয়া। ইংল্যান্ড অবশ্য ২০০ পার করার জন্য তাদের অধিনায়ক বেন স্টোকসকে ধন্যবাদ দিতে পারে। তার ৭০ রানে ভর করেই ইংল্যান্ড এতদূর যায়।
ইংল্যান্ডের প্রথম উইকেটসহ আটটি উইকেট যায় স্পিনারদের ঝুড়িতে। প্রথম সাফল্য এনে দেন অশ্বিন। তার স্পিন বুঝতে না পেরে এলবিডব্লিউ হয়ে যান ডাকেট (৩৫)। বেশি ক্ষণ ক্রিজে টিকতে পারেননি তিন নম্বরে নামা অলি পোপও (১)। জাদেজার বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ইংরেজ ব্যাটার। পরের ওভারেই অশ্বিন তুলে নেন আরেক ওপেনার ক্রলিকে (২০)। ৫৫ রানে কোনও উইকেট না হারানো ইংল্যান্ড হঠাৎ ৬০ রানে ৩ উইকেট হয়ে যায়। তবে সেখান থেকে দলের রান ১০০ পার হয় ব্যারিস্টো ও রুটের ব্যাটে চড়ে।
প্রথম সেশনে ইংল্যান্ডের ৩ উইকেট পড়ার পর দ্বিতীয় সেশনে রবিচন্দ্রন অশ্বিনরা তুলে নেয় আরও ৫ উইকেট। ৮ উইকেট হারিয়ে বেশ চাপেই ছিল ইংল্যান্ড। তবে তার মধ্যেও লড়লেন স্টোকস। স্টোকস ছাড়া কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি।
ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। দুটি করে উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা এবং অক্ষর পটেল।
ভারতও অবশ্য জবাবে ইনিংসের প্রথম বল থেকেই ছিল মারমুখী। ইনিংসে খেলতে নেমেই মার শুরু করেন ভারতের যশ্বসী জয়সওয়াল। পরে তাকে সঙ্গ দেন রোহিত শর্মাও। জ্যাক লিচের বলে শর্মা আউট হন ২৭ বলে ২৪ রান করে। শুরু থেকে মারের পসরা সাজানো জয়সওয়াল প্রথম দিনের খেলা শেষে অপরাজিত রয়েছেন ৭৬ রানে। ৭০ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছয় হাঁকিয়েছেন তিনি। তিনে নামা শুভমান গিল অবশ্য খেলেছেন টেস্ট মেজাজেই। ৪৩ বলে ১৪ রান করে অপরাজিত তিনি। ভারত পিছিয়ে আছে ১২৭ রানে।
মন্তব্য করুন