এবারের বিপিএলে ঢাকার শুরুটা হয়েছিল ভালোই। প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে শুরু করা দলটি অবশ্য তারপর থেকেই খেই হারিয়ে ফেলেছে। টানা আট হারে আসরের প্রথম দল হিসেবে প্লে-অফের সমীকরণ থেকেও ছিটকে গেছে তারা। অবশ্য আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনার সামনে এখনও প্লে-অফে যাওয়ার সুযোগ আছে। সে ক্ষেত্রে তাদের জয় পেতেই হবে। খুলনাকে জয়ের জন্য স্বল্প রানের লক্ষ্য দিয়ে সেই কাজটিই করল দুর্দান্ত ঢাকা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান করে ঢাকা। ঢাকার পক্ষে মোসাদ্দেক হোসেন সর্বোচ্চ ২৬ রান করেন। খুলনার পক্ষে মুকিদুল ইসলাম ও ওয়েইন পারনেল নেন ৩টি করে উইকেট।
চট্টগ্রাম পর্বের ম্যাচে টস জিতে শুরু থেকেই হাত খুলে রান করতে পারেনি ঢাকা। পাওয়ার-প্লেতে ৬ ওভারের মধ্যেই ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে তাসকিন আহমেদের দল। একে একে সাজঘরে ফেরত গেছেন মোহাম্মদ নাইম, সাইফ হাসান ও অ্যাডাম রসিংটন।
এরপর ঢাকার ইনিংসকে পথে আনার চেষ্টা করেন অ্যালেক্স রস ও ইরফান শুক্কুর। তবে তাদের ধীরগতির ব্যাটিংয়ে পিছিয়ে পড়ে ঢাকা। রস করেছেন ৩৫ বলে ২৫ রান করে অনাকাঙ্ক্ষিত রানআউটের শিকার হন তিনি। ২৬ বল খেলে ইরফানও করেন ২৫ রান। মুকিদুল ইসলামের বলে মাহমুদুল হাসানের হাতে ক্যাচ হন তিনি। তার আগে ওপেনিংয়ে নেমে ১২ বলে ১৮ রান করেন রসিংটন।
শেষ দিকে মোসাদ্দেক হোসেনের কল্যানে ঢাকার রান ১২০ পার হয়। ২৩ বলে ২৬ রান করে মুকিদুলের তৃতীয় শিকার হন তিনি। তার সঙ্গে জুটি করা চতুরাঙ্গা ডি সিলভা করেছেন ১১ বলে ১৭ রান।
খুলনার পক্ষে মুকিদুল ইসলাম ও ওয়েইন পারনেল নেন ৩টি করে উইকেট।
মন্তব্য করুন